কলকাতা, 18 অক্টোবর : গড়িয়াহাটের জোড়া খুনের ঘটনায় নেপথ্যে কি প্রোমোটার চক্র রয়েছে ? নাকি গোটা খুনের নেপথ্যে রয়েছে বাড়ি বিক্রি না করতে দেওয়ার কোনও অভিসন্ধি ? ঘটনার তদন্তে নেমে আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন গোয়েন্দারা ।
আরও পড়ুন :Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা
লালবাজার সূত্রের খবর, নিহত সুবীর চাকি নামী ইঞ্জিনিয়ারিং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন । বেশ কয়েক বছর আগেই গড়িয়াহাটের দোতলা বাড়ি ছেড়ে পরিবার নিয়ে নিউটাউনের ‘ইউনি ওয়ার্ল্ড সিটি’-তে থাকতে শুরু করেন ৷ সাড়ে তিন বছর ধরে সুবীর চাকির মা একা গড়িয়াহাটের বাড়িতে থাকতেন । পরে তাঁকেও এখান থেকে নিয়ে চলে যান সুবীর চাকি ৷
জানা গিয়েছে যে এই দোতলা বাড়িটি তাঁর বিক্রির পরিকল্পনা ছিল । বাড়ির একতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া ছিল । রবিবার হওয়ায় সেই অফিস বন্ধ ছিল । অথচ ওই সংস্থার অফিসের দরজা ভেতর থেকে বন্ধ ছিল ৷ এর জেরে সন্দেহ আরও গভীর হতে শুরু করেছে ৷ তদন্তে নেমে ওই বেসরকারি সংস্থার সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
আরও পড়ুন :Durga Puja Security : শান্তিপূর্ণভাবেই কেটেছে তিলোত্তমার পুজো, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে খুশি নগরপাল
অন্যদিকে জানা গিয়েছে যে সুবীরবাবুর গাড়ির চালক মূলত বাড়ি বিক্রির গোটা প্রক্রিয়াটা দেখছিলেন ৷ তাঁর দেহও বাড়ির দোতলা থেকে উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রবিরার সুবীরবাবু ও তাঁর গাড়ির চালক গড়িয়াহাটের এই বাড়িতে আসেন । বাড়ি বিক্রি সংক্রান্ত কিছু কথা বলার জন্য একাধিক ব্যক্তিও সেদিন গড়িয়াহাটের এই বাড়িতে এসেছিলেন ৷ রাত হয়ে যাওয়ার পরও তাঁদের খোঁজ না মেলায় খবর যায় গড়িয়াহাট থানায় । ঘরের দরজা খুলতেই পুলিশ দেখতে পায় গলা কাটা অবস্থায় সুবীর চাকি নিচের ঘরে পড়ে রয়েছেন । পাশাপাশি তাঁর গাড়ি চালকও গলা কাটা অবস্থায় উপরের ঘরে পড়ে আছেন। রাতেই কুকুর দিয়েও গোটা বাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ ।
আরও পড়ুন :Mysterious Death: বালিগঞ্জের সেনা শিবিরে রহস্য মৃত্যু জওয়ানের, জঙ্গলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ
মৃতের এক আত্মীয় গড়িয়াহাট এলাকায় থাকেন । তদন্তে নেমে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি ঘটনাস্থল থেকে একাধিক নমুনাও সংগ্রহ করা হয়েছে । পাশাপাশি ঘরের ভিতর থেকে বাড়ির কোনও দলিল বা কাগজপত্র উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে । তাহলে কি ঘটনার নেপথ্যে রয়েছে প্রমোটার চক্র ? তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা ।
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে যে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে ওই দু’জন ৷ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে ৷