কলকাতা, 30 জুন: অপরাধীরা এবার পাবে নাকো ছাড়া ৷ দেশ জুড়ে শুরু হওয়া ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেমকে এবার কাজে লাগাতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police) । অপরাধের ধরন থেকে একেবারে অপরাধীর ঠিকুজি-কুষ্টি সমস্ত কিছুই নিমিষে মিলবে এক ক্লিকেই ।
জানা গিয়েছে, 2008 সালে মুম্বই হামলার পর অপরাধমূলক সমস্ত কার্যকলাপ হ্রাস টানতে দুটি সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার । সেই সময়ে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল অ্যাপটিকে সকল রাজ্যের পুলিশকে ব্যবহার করতে হবে ।
লালবাজার সূত্রের খবর, যে কোনও অপরাধীর তথ্য এই সিস্টেম যাতে থাকে এবং রাজ্যের প্রতিটি থানা যাতে এই সিস্টেমকে কাজে লাগিয়ে অপরাধ দমনের কাজ করতে পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে । পাশাপাশি অনেক অপরাধী একই সময়ে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকে । এই অ্যাপ ব্যবহার করলে যেকোনও অপরাধমূলক ঘটনায় অপরাধীর সব তথ্য এক ক্লিকেই শহরের যে কোনও থানায় বসে জানা যাবে ।