ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Police to Use New App: অপরাধীদের ধরতে বিশেষ অ্যাপ লালবাজারের - লালবাজার

অপরাধীদের নাগাল পেতে বিশেষ অ্যাপ ব্যবহার করতে চলেছে লালবাজার (Kolkata Police)৷

Kolkata Police to Use New App for criminals
Kolkata Police
author img

By

Published : Jun 30, 2022, 10:13 PM IST

কলকাতা, 30 জুন: অপরাধীরা এবার পাবে নাকো ছাড়া ৷ দেশ জুড়ে শুরু হওয়া ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেমকে এবার কাজে লাগাতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police) । অপরাধের ধরন থেকে একেবারে অপরাধীর ঠিকুজি-কুষ্টি সমস্ত কিছুই নিমিষে মিলবে এক ক্লিকেই ।

জানা গিয়েছে, 2008 সালে মুম্বই হামলার পর অপরাধমূলক সমস্ত কার্যকলাপ হ্রাস টানতে দুটি সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার । সেই সময়ে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল অ্যাপটিকে সকল রাজ্যের পুলিশকে ব্যবহার করতে হবে ।

লালবাজার সূত্রের খবর, যে কোনও অপরাধীর তথ্য এই সিস্টেম যাতে থাকে এবং রাজ্যের প্রতিটি থানা যাতে এই সিস্টেমকে কাজে লাগিয়ে অপরাধ দমনের কাজ করতে পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে । পাশাপাশি অনেক অপরাধী একই সময়ে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকে । এই অ্যাপ ব্যবহার করলে যেকোনও অপরাধমূলক ঘটনায় অপরাধীর সব তথ্য এক ক্লিকেই শহরের যে কোনও থানায় বসে জানা যাবে ।

তাছাড়াও অনেক সময় ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এই রাজ্যে এসে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয় । সেক্ষেত্রেও এই সিস্টেমের মাধ্যমে ভিন রাজ্যের সংশ্লিষ্ট অপরাধীদের সম্পর্কেও খুব সহজে যাবতীয় তথ্য পেয়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা (Kolkata Police to Use New App for criminals)।

আরও পড়ুন:সাইবার ফাঁদে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়, এক ক্লিকেই গায়েব আড়াই লক্ষ টাকা

উল্লেখ্য, সংশ্লিষ্ট এই অ্যাপে দেশের বিভিন্ন অপরাধীদের নামের তালিকা এবং প্রত্যেক অভিযুক্তের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করার কাজ ইতিমধ্যেই চলছে ।

ABOUT THE AUTHOR

...view details