কলকাতা, 8 অগস্ট: গল্ফগ্রিন থানা (Golf Green Case) এলাকার আজাদগড়ের যুবক দীপঙ্কর সাহাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ৷ এ বার সেই অভিযোগ খতিয়ে দেখতে গতকাল মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা । দীপঙ্করের পরিবারের থেকে পাওয়া একাধিক তথ্য এবং তাদের অভিযোগ নথিভুক্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police)।
জানা গিয়েছে, এ বার গল্ফগ্রিন থানার (Golf Green Death) ক্লোজ হওয়া ওই সার্জেন্ট, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারকেও জিজ্ঞাসাবাদ করতে চান কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা । গতকাল বিকেলে গল্ফগ্রিনের আজাদগড়ে মৃত দীপঙ্কর সাহার বাড়িতে আসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল । দীর্ঘক্ষণ ধরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা (Police to interrogate accused cops)। গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় মৃত যুবকের পরিবার ।
লালবাজার সুত্রের খবর, এরপর গোয়েন্দা বিভাগের ওই বিশেষ ইউনিট সরাসরি চলে যায় স্থানীয় গল্ফগ্রিন থানায় । দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা । মূলত জানার চেষ্টা করা হয় যে, ঘটনার দিন সঠিক কী হয়েছিল । লালবাজার সুত্রের খবর, পরিবার এবং পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার পর এ বার যে সকল পুলিশ কর্মীদের বিরুদ্ধে সরাসরি ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ এনেছেন পরিবারের সদস্যরা, সেই সব অভিযুক্ত পুলিশকর্মীদের এ বার জিজ্ঞাসাবাদ করতে চান কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । বর্তমানে অভিযুক্ত সার্জেন্ট, একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার ক্লোজ রয়েছেন ৷