কলকাতা, 4 জুন : আগামিকাল বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি । এবার মহানগরের রাস্তায় এই 17টি বৈদ্যুতিক পরিচালিত গাড়ি নিয়ে টহল দেবে কর্মরত পুলিশকর্মীরা । তাছাড়াও এই প্রথম কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে ক্রাশার মেশিন (Kolkata Police to get electric cars on World Environment Day)।
প্রায়শ্যই ময়দান এলাকা বা রাস্তাঘাটে ব্যবহার করা জলের বোতল পড়ে থাকতে দেখা যায় । রোদ-ঝড়-জলে সেগুলি নষ্ট হয় ৷ প্লাস্টিক সরাসরি মাটিতে মিশতে পারে না, ফলে তার কারণে পরিবেশ দূষিত হয় । তাছাড়াও প্লাস্টিকের বোতল ড্রেন এবং নিকাশি ব্যবস্থার যথেষ্ট ক্ষতি করে । ফলে রাস্তায় জল জমে যায় । এবার সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কলকাতা পুলিশের হাতে আসছে ক্রাশার মেশিন । রাস্তাঘাটে যেখানেই ব্যবহার করা জলের বোতল পড়ে থাকবে, সেই সকলকে একত্রিত করে ওই ক্রাশার মেশিনের মাধ্যমে সেগুলি রিসাইকেল করা যাবে বলে জানা গিয়েছে ।