কলকাতা, 30 জানুয়ারি : দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে আইডি বিস্ফোরণের পর তৎপর হয়েছে গোটা দেশ। সর্তকতা জারি হয়েছে সারা ভারত জুড়ে। স্বাভাবিক ভাবে দেশের অন্যতম মেট্রো শহর কলকাতাতেও নিরাপত্তা আরও আঁটসাট করা হচ্ছে৷
বিশেষ করে কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় বেশ কয়েকটি বিদেশি দূতাবাস রয়েছে৷ ফলে দূতাবাসের বাইরে শনিবার দেখা গেল কলকাতা পুলিশের বিশেষ তৎপরতা। কলকাতা পুলিশের বিশেষ কয়েকটি ইউনিটেরও দেখা মিলল। যেমন, স্পেশাল অ্যাকশন ফোর্স (এসএএফ)-এর সশস্ত্র পুলিশকে। পাশাপাশি দেখা গেল কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্কফোর্স আধিকারিকদের। এদিন সকাল থেকেই দেখা গেল ধর্মতলা, পার্ক স্ট্রিট, রিপন স্ট্রিট, এলগিন রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি তৎপরতা।
এই পরিস্থিতির মধ্যেই শনিবার ইডেন গার্ডেন্স চত্বর থেকে ব্যাপক পরিমাণে আগ্নেয়াস্ত্র-সহ কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল তিনজন। এদিন শহরের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার পথগুলিকে বিশেষ ভাবে চিহ্নিত করা হয়েছে৷ সন্দেহভাজন গাড়ি কিংবা পণ্য বোঝাই গাড়িগুলিকে দাঁড় করিয়ে তল্লাশি করা হল এদিন।