পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দিল্লিতে বিস্ফোরণের জেরে তৎপরতা বাড়াল কলকাতা পুলিশ - security of kolkata police

দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে আইডি বিস্ফোরণের পর গোটা দেশে সর্তকতা জারি হয়েছে৷ কলকাতাও তার ব্যতিক্রম নয়৷ বিশেষ করে কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় বেশ কয়েকটি বিদেশি দূতাবাস রয়েছে৷ ফলে দূতাবাসের বাইরে শনিবার দেখা গেল কলকাতা পুলিশের বিশেষ তৎপরতা।

ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের পর কলকাতার নিরাপত্তা বৃদ্ধি পুলিশের
ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের পর কলকাতার নিরাপত্তা বৃদ্ধি পুলিশের

By

Published : Jan 30, 2021, 8:56 PM IST

কলকাতা, 30 জানুয়ারি : দিল্লিতে ইজ়রায়েল দূতাবাসের সামনে আইডি বিস্ফোরণের পর তৎপর হয়েছে গোটা দেশ। সর্তকতা জারি হয়েছে সারা ভারত জুড়ে। স্বাভাবিক ভাবে দেশের অন্যতম মেট্রো শহর কলকাতাতেও নিরাপত্তা আরও আঁটসাট করা হচ্ছে৷

বিশেষ করে কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় বেশ কয়েকটি বিদেশি দূতাবাস রয়েছে৷ ফলে দূতাবাসের বাইরে শনিবার দেখা গেল কলকাতা পুলিশের বিশেষ তৎপরতা। কলকাতা পুলিশের বিশেষ কয়েকটি ইউনিটেরও দেখা মিলল। যেমন, স্পেশাল অ্যাকশন ফোর্স (এসএএফ)-এর সশস্ত্র পুলিশকে। পাশাপাশি দেখা গেল কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্কফোর্স আধিকারিকদের। এদিন সকাল থেকেই দেখা গেল ধর্মতলা, পার্ক স্ট্রিট, রিপন স্ট্রিট, এলগিন রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি তৎপরতা।

এই পরিস্থিতির মধ্যেই শনিবার ইডেন গার্ডেন্স চত্বর থেকে ব্যাপক পরিমাণে আগ্নেয়াস্ত্র-সহ কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল তিনজন। এদিন শহরের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার পথগুলিকে বিশেষ ভাবে চিহ্নিত করা হয়েছে৷ সন্দেহভাজন গাড়ি কিংবা পণ্য বোঝাই গাড়িগুলিকে দাঁড় করিয়ে তল্লাশি করা হল এদিন।

শুধু বিদেশি দূতাবাসের নিরাপত্তা নয়, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলির বাইরেও কিছুটা বাড়তি নজরদারি দেখা গেল। ভিক্টোরিয়া, কালীঘাটের বাইরে এদিন দেখা গেল পুলিশি নিরাপত্তা। যদিও এই বিষয়ে লালবাজারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন :ইজরায়েলের দূতাবাসের বাইরে বিস্ফোরণের দায়স্বীকার জইশ-উল-হিন্দের

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "প্রত্যেকদিনই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় রুটিং তল্লাশি হয়ে থাকে। তবে যেহেতু ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ হয়েছে৷ ফলে কয়েকদিন ধরে এই সব এলাকায় বিশেষ নজরদারি থাকবে।"

ABOUT THE AUTHOR

...view details