পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Special CM Security on 21 July: 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের - Kolkata Police STF

আগামী বৃহস্পতিবার শহিদ দিবসের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের (TMCs 21 July Rally) ৷ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে ওই সমাবেশ হবে ৷ সেখানেই বক্তৃতা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC Chief Mamata Banerjee) ৷ তাঁর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে এসটিএফ (STF) ৷

kolkata-police-stf-special-security-for-bengal-cm-mamata-banerjee
Special CM Security on 21 July: 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

By

Published : Jul 19, 2022, 7:01 PM IST

কলকাতা, 19 জুলাই : সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কলকাতার বাসভবনে ঢুকে পড়েছিল উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা । এরপর থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবন-সহ তাঁর নিরাপত্তা বলয়ের ওপরেও বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF Special Security for Bengal CM Mamata Banerjee) ।

ইতিমধ্যেই ডিজি (সিকিউরিটি)-র পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে দীর্ঘ কয়েক বছর স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি (SPG)-তে কাজ করে আসা আইপিএস পীযূষ পান্ডেকে । এবার আসন্ন 21 জুলাইয়ের মূলমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঠার পরেই একাধিক বিশেষ ব্যবস্থা নিতে চলেছে নিরাপত্তা কর্মীরা । লালবাজার সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চের যে জায়গায় দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখবেন, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর ধারে কাছে শুধুমাত্র বিশেষ কয়েকজনকেই আসার অনুমতি দেওয়া হয়েছে । এছাড়াও মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন তাঁর চারপাশে বিশেষ নজরদারি চালাবেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF) গোয়েন্দারা ।

তাছাড়াও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একুশে জুলাইয়ের সভা মঞ্চের চারপাশে যে সকল বহুতলগুলি রয়েছে, সেই বহুতলগুলির ছাদে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী । 21 জুলাইয়ের সভামঞ্চের চারপাশে সকল দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলির মালিক সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই নিরাপত্তার জন্য কথা বলেছেন পুলিশ আধিকারিকরা ।

আরও পড়ুন :CM Security: আপ্যায়নের আগে অতিথিদের তথ্য পুলিশকে জানাতে হবে মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের !

ABOUT THE AUTHOR

...view details