কলকাতা, 10 অক্টোবর : পঞ্চমীর সন্ধ্যায় আচমকাই শহরে চলল গুলি ৷ ঘটনায় প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । রবিবার ময়দান থানা এলাকার বাস্কেটবল গ্রাউন্ডের কাছে ঘটে ঘটনাটি । তদন্তে নেমেছে পুলিশ ৷ রাস্তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, এদিন সন্ধ্যা পৌনে ছ'টায় ময়দানের বাস্কেটবল ক্লাবের কাছে ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে খবর, বাস্কেটবল গ্রাউন্ডে একজন কোচ ছাত্রদের বাস্কেটবল প্রশিক্ষণ দিচ্ছিলেন । অভিযোগ, সেই সময় সেখানে একটি বাইকে করে দুই যুবক উপস্থিত হয় । কোচকে তারা বলে, তারাও বাস্কেটবল প্রশিক্ষা নিতে চায় । পাশাপাশি তারা কোচের সঙ্গে কথা বলতে চায় । এইসব কথাবার্তার মধ্যেই কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় । তখনই গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই দুই যুবক ৷ বাইকে করে পালিয়ে যাওয়ার সময় পিছনে বসে থাকা যুবকটি শূন্যে এক রাউন্ড গুলি চালায় ৷