কলকাতা, 3 ডিসেম্বর :প্রায় 10 কোটি টাকার মাদক-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হল (Kolkata Drug Arrest) ৷ ধৃতদের মধ্যে একজন ভিনরাজ্যের বাসিন্দা ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (Kolkata Police Special Task Force) বিভাগের গোয়েন্দারা তাঁদের পাকড়াও করেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম আমজাদ খান ৷ 36 বছরের আমজাদ রাজস্থানের বাসিন্দা ৷ অন্য অভিযুক্তের নাম পীযূষ মণ্ডল ৷ বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁয় ৷
আরও পড়ুন :35 কোটি টাকার মাদক উদ্ধার কলকাতায়
কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্কফোর্স) ভি সলোমন নেসাকুমার এই প্রসঙ্গে জানান, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ট্যাংরা থানা এলাকার সাউথ ক্যানাল রোডে অভিযান চালান হয় ৷ সেখান থেকেই আমজাদ খান ও পীযূষ মণ্ডলকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে (kolkata drug recover) ৷ যার বাজারদর প্রায় 10 কোটি টাকা ৷
আরও পড়ুন :পুলিশের জালে 17 কোটির মাদক সহ বাহাত্তুরের প্রবীণা
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচারচক্রের যোগাযোগ রয়েছে ৷ রাজস্থানের বাসিন্দা আমজাদের সঙ্গে বনগাঁর বাসিন্দা পীযূষের কীভাবে পরিচয় হল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ কী কারণে এই দু’জন কলকাতায় এসেছিলেন, তথ্য সংগ্রহ করা হচ্ছে তা নিয়েও ৷ স্থির হয়েছে, ধৃত দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন গোয়েন্দারা ৷ তাতে মাদকপাচার সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷