পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাস্তায় কাতরাচ্ছেন অন্তঃসত্ত্বা, সাহায্যের হাত কলকাতা পুলিশের

পুলিশের তরফে অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ যুবতিকে SSKM হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয় । সেখানে তিনি শিশুপুত্রের জন্ম দেন ৷ সহযোগিতার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ওই যুবতির পরিবার ৷

humanity of kolkata police
humanity of kolkata police

By

Published : Oct 25, 2020, 11:12 PM IST

কলকাতা, 25 অক্টোবর : গভীর রাত ৷ ফাঁকা রাস্তা ৷ রাস্তার পাশে প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বা অসহায় যুবতি ৷ দেখতে পেয়ে এগিয়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কলকাতা পুলিশে কর্মরত মহিলা কর্মী ৷ ওই যুবতিকে ভরতি করা হল SSKM হাসপাতালে ৷ সেখানেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই যুবতি ৷ গতরাতের এই ঘটনায় ফের মানবিকতার নজির গড়ল কলকাতা পুলিশ ৷

রাত তখন 2 টো বাজে ৷ গড়ফা থানা এলাকার গড়ফা মেইন রোডে পোস্ট অফিসের পাশে অনেকক্ষণ ধরে ছটফট করছেন ওই যুবতি । দেখতে পেয়ে কাছে এগিয়ে যান গড়ফা থানার মহিলা কনস্টেবল রুম্পা ঘোষ । জানতে পারেন, ওই যুবতির নাম গায়ত্রী পালোধি । বাড়ি গৌরাঙ্গ সরণিতে । অনেকক্ষণ ধরে প্রসব যন্ত্রণা উঠেছে ৷ কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারছেন না ৷ পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাচ্ছেন না ৷ তাঁদের থেকে আলাদা হয়ে গেছেন ৷

পুরো বিষয়টি জানান থানার সিনিয়র পুলিশ কর্মীদের জানান রুম্পা । পুলিশের তরফে অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ যুবতিকে SSKM হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয় । সেখানে তিনি শিশুপুত্রের জন্ম দেন ৷ এই পুরো সময়টা ওই যুবতির সঙ্গেই ছিলেন রুম্পা ৷

পরে পুলিশের পক্ষ থেকে ওই যুবতির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তাঁদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয় ৷ সহযোগিতার জন্য কলকাতা পুলিশ ও রুম্পা ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন পালোধি পরিবারের সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details