কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের একদিন আগেই খাস কলকাতা থেকে উদ্ধার হল দশটি বোমা। ঘটনাস্থল হেস্টিংস থানা এলাকার খিদিরপুর রোড। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃতের নাম প্রকাশ সিং।
পুলিশ জানিয়েছে, এই প্রকাশ সিং দশটি বোমা সরবরাহ করতে এসেছিল। কী উদ্দেশে এই বোমা নিয়ে শহরে ঢুকেছিল ওই ব্যক্তি, তা জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তি বোমাগুলি এনেছিল? কাকে সরবরাহের জন্য সে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।