পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অমিত শাহের সফরের আগেরদিন হেস্টিংসে বোমা উদ্ধার - Union Home MInister Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের একদিন আগে কলকাতা থেকে উদ্ধার হল তাজা বোমা৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কী কারণে শহরে বোমা আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ৷

অমিত শাহের সফরের আগেরদিন হেস্টিংসে বোমা উদ্ধার
অমিত শাহের সফরের আগেরদিন হেস্টিংসে বোমা উদ্ধার

By

Published : Jan 28, 2021, 8:38 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের একদিন আগেই খাস কলকাতা থেকে উদ্ধার হল দশটি বোমা। ঘটনাস্থল হেস্টিংস থানা এলাকার খিদিরপুর রোড। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃতের নাম প্রকাশ সিং।

পুলিশ জানিয়েছে, এই প্রকাশ সিং দশটি বোমা সরবরাহ করতে এসেছিল। কী উদ্দেশে এই বোমা নিয়ে শহরে ঢুকেছিল ওই ব্যক্তি, তা জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তি বোমাগুলি এনেছিল? কাকে সরবরাহের জন্য সে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন :এটিএম ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক লুটের চেষ্টা, ধৃত জওয়ান সহ 2

এদিকে ঘটনাটি ঘটার পরেই খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। এর পরেই ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ফেলেন৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ABOUT THE AUTHOR

...view details