কলকাতা, 28 সেপ্টেম্বর: গার্ডেনরিচের বাড়ি থেকে সাড়ে 17 কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই গাজিয়াবাদ থেকে অভিযুক্ত ব্যবসায়ী আমির খানকে (Aamir Khan) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তাঁকে জেরা করেই আবার পুজোর মুখে অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল লালবাজার (Lalbazar)। শহরের তথ্যপ্রযুক্তি কেন্দ্রের খাসতালুক সল্টলেকে ঝাঁ-চকচকে অফিস খুলে বিদেশে চলছিল কোটি কোটি টাকার প্রতারণা। অটোমেটিক ওটিপি জেনারেটের মাধ্যমে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ ৷ লালবাজার সূত্রে খবর, সল্টলেকের যে অফিসে হানা দেওয়া হয় সেখানে কাউকে খুঁজে পাওয়া না-গেলেও সেখান থেকে একাধিক উন্নতমানের যন্ত্রপাতি এবং প্রায় 2 হাজার সিম কার্ড উদ্ধার হয়েছে (Kolkata police raids against fraud at Saltlake)।
জানা গিয়েছে, সার্ভার মেশিনের সঙ্গে এই সিম কার্ডগুলি কানেক্ট করে বিদেশি একাধিক অ্যাকাউন্টে সরাসরি ওটিপি জেনারেট করা যেত এবং সেখান থেকেই ব্যাংক প্রতারণার কারবার চলত। সম্প্রতি অনলাইন মোবাইল গেমিং অ্যাপ-এর মাধ্যমে প্রতারণার অভিযোগে কলকাতা বন্দর এলাকা থেকে ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা ৷ সংশ্লিষ্ট ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় সাড়ে 17 কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে গাজিয়াবাদ থেকে অভিযুক্ত ব্যবসায়ী আমির খানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা ৷