কলকাতা, 6 অগস্ট : আইনজীবী রাজীব কুমারের গ্রেফতারির ঘটনায় এবার একাধিক কেন্দ্রীয় সংস্থার আধিকারিক এবং রাজীব কুমারের ঘনিষ্ঠদের কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করার ভাবনা লালবাজারের (Lalbazar) । কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই ধৃত ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারের কাছ থেকে উদ্ধার হওয়া ফোন থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির খোঁজ পেয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) তদন্তকারীরা আধিকারিকরা । এবার সেই সব প্রভাবশালী এবং কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা পুলিশ ।
লালবাজার সূত্রে খবর, গ্রেফতারির পরে ধৃত আইনজীবী রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন তাঁর সঙ্গে ঝাড়খণ্ডের একাধিক প্রভাবশালী এবং বিশেষ করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের যোগাযোগ রয়েছে । ফলে কলকাতার অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা রুজু করার জন্য কি ওই প্রভাবশালী ব্যক্তিরা ধৃত আইনজীবী রাজীব কুমারের সঙ্গে যোগসাজশ করেছিল ? তা জানার জন্যই তাদের কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ।
কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি আদালতে (Ranchi Court) জনস্বার্থে মামলা দায়ের করেন অভিযুক্ত আইনজীবী রাজীব কুমার । পরে গোটা বিষয়টি মিটমাট করিয়ে নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দশ কোটি টাকা তোলা আদায় করার চেষ্টা করেন ওই আইনজীবী । পরে এক কোটি টাকা কলকাতার একটি শপিংমলে ওই ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করার সময় পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেফতার করে ।