কলকাতা, 12 সেপ্টেম্বর: রাত পোহালেই বিজেপি-এর ডাকা নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) শামিল হবেন দলের অসংখ্য নেতা ও কর্মী ৷ ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে অশান্তি ছড়াতে পারে কলকাতার নানা প্রান্তে ৷ আর তাই নবান্ন অভিযানের আগের দিন থেকেই সতর্ক কলকাতা পুলিশের (Kolkata Police) সদর কার্যালয় লালবাজার (Lalbazar) ৷ সোমবার দুপুরে লালবাজারে একটি বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েল ৷ ছিলেন যুগ্ম নগরপাল (সদর) এবং ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও ৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ ৷
লালবাজার সূত্রে খবর, নবান্ন অভিযানের জন্য মঙ্গলবার কলকাতার রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে ৷ প্রাথমিকভাবে রাজপথে থাকবেন 12 হাজার পুলিশকর্মী ৷ বড় কোনও অশান্তি হলে সংখ্য়াটা আরও বাড়ানো হবে ৷ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দায়িত্বে থাকবেন মোট আটজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ ধর্মতলা, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, শ্যামপুকুর থানা, হেস্টিংস, আলিপুর-সহ একাধিক জায়গায় থাকবে মোট আটটি 'হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড'-এর গাড়ি ৷ কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের তত্ত্বাবধানে কর্তব্যরত সমস্ত পুলিশকর্মী ও আধিকারিক কাজ করবেন ৷