কলকাতা, 8 নভেম্বর : এক্সাইডের ঘটনার পর কলকাতার রাস্তায় সিভিক ভলান্টিয়ারদের রাশ টানতে উদ্যোগী হল লালবাজার । কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এবার থেকে সার্জেন্টদের সঙ্গে রাস্তায় সিভিক ভলান্টিয়ারদের দেখা গেলেও, তাঁরা আর কোনও গাড়ি নিজের ইচ্ছামতো থামাতে পারবেন না । থামাতে গেলে অনুমতি প্রয়োজন হবে সংশ্লিষ্ট সার্জেন্টের ।
পাশাপাশি কোনও ঘটনাস্থলে গেলে সিভিক ভলান্টিয়াররা নিজের মতো করে কোনও অভিযুক্তর সঙ্গে কথা বলতে পারবেন না । কোনও গন্ডগোলের ঘটনাস্থলে গেলে শুধু গোটা ঘটনার ছবি তুলতে পারবেন তাঁরা । এমনটাই জানা গিয়েছে লালবাজারের সূত্রে ৷
আরও পড়ুন :Civic Volunteer : এক্সাইড মোড়ে ছিনতাইয়ে অভিযুক্ত যুবকের বুকে পা, বরখাস্ত সিভিক ভলান্টিয়ার
এক্সাইড মোড়ে ছিনতাইয়ের অভিযোগ ধরা পড়া যুবককে মারধর ও তাঁর বুকে পা রেখে ছবি তোলার ঘটনা সামনে আসতে তোলপাড় শুরু হয়েছে সর্বত্র ৷ তাই সোমবার সকালেই তড়িঘড়ি লালবাজারে প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র ৷ সেখানেই তিনি এই নির্দেশ দেন বলে খবর ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে বলা হয়েছে কোনও ঘটনাস্থলে শুধু দু‘-চারজন সিভিক ভলান্টিয়ারদের পাঠিয়ে দিলেই চলবে না । যেতে হবে থানার অতিরিক্ত অফিসার ইনচার্জকে । প্রয়োজনে যেতে হতে পারে থানার বড়বাবুকেও । এবার থেকে সিভিক ভলান্টিয়ারদের গতিবিধির উপর বিশেষ ভাবে নজর দিতে হবে প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের । না হলেই পদক্ষেপ করতে পিছপা হবে না লালবাজার ।
আরও পড়ুন :Attack on Police : চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করে আক্রান্ত পুলিশ কর্মী