কলকাতা, 8 মে : কাশীপুর কাণ্ডে তদন্তের স্বার্থে এবার 6 সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ । কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় লালবাজারের নজরে এসেছে একটি রহস্যজনক গাড়ি । গাড়ির মালিকের খোঁজ করছে লালবাজার বলে খবর পাওয়া গিয়েছে (Kolkata Police)। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে একাধিক নমুনা যেমন সংগ্রহ করেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । ঠিক তেমনই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে কলকাতা পুলিশের সাইন্টিফিক উইং গোটা বিষয়ের তদন্তে নেমেছে । (Cossipore BJP Worker's Death investigation) ।
মৃত অর্জুন চৌরাসিয়ার পরিবারের দাবি, ঘটনার দিন ভোর চারটে নাগাদ তাদের বাড়ির সামনে আচমকাই এসে দাঁড়ায় একটি ধূসর রঙের দামী গাড়ি । সেই গাড়ি থেকে নেমে আসেন এক ব্যক্তি । এরপরে রহস্যজনকভাবে সকাল সাড়ে সাতটা নাগাদ রেল কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অর্জুন চৌরাসিয়ার দেহ । ইতিমধ্যেই এই ঘটনায় চিতপুর থানার পাশাপাশি তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । এখন প্রশ্ন সেই রহস্যজনক গাড়ি থেকে ঘটনার দিন কে বা কারা নামল ! পাশাপাশি সেই গাড়িটি কার ! এছাড়াও কেন রহস্যজনকভাবে অর্জুন চৌরাসিয়ার বাড়ি ঠিক সামনে ভোর চারটে নাগাদ গাড়িটি দাঁড়াল ! এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন লালবাজারের গোয়েন্দারা (Kolkata Police investigating Cossipore BJP Worker's Death case) ।