কলকাতা, 15 জানুয়ারি : জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের কর্তব্যরত কনস্টেবলকে লরিতে পিষে দেওয়ার ঘটনার পর নড়েচড়ে বসল লালবাজারের ট্র্যাফিক বিভাগ (Kolkata Traffic Police) । ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফ থেকে শহরের প্রত্যেকটি ট্র্যাফিক গার্ডের ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে কর্তব্যরত কনস্টেবলদের রাতে শোল্ডার লাইট এবং রিফ্লেকশন জ্যাকেট পরে কাজ করতে হবে (Kolkata police instruct traffic personnel to wear shoulder light reflection jackets) । যদিও জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের কনস্টেবল মহম্মদ নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট গাড়িচালকের কোনও ইচ্ছাকৃত দোষ ছিল কি না, ইতিমধ্যেই তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফ থেকে রাস্তায় কর্মরত ট্র্যাফিক সার্জেন্ট এবং বিশেষ করে কনস্টেবল এবং গ্রিন পুলিশের ব্যবহৃত লাল-নীল রঙের শোল্ডার লাইট এবং রিফ্লেকশন জ্যাকেট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে । লালবাজারে তরফ থেকে শহরের 25টি ট্র্যাফিক গার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে এই রিফ্লেকশন জ্যাকেট এবং শোল্ডার লাইট ।