পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাস-অটোতে লাগানো হবে "রেসপেক্ট ওম্যান" স্টিকার, পদক্ষেপ কলকাতা পুলিশের

আন্তর্জাতিক নারী দিবসে বাস-অটোতে "রেসপেক্ট ওম্যান" স্টিকার লাগানোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। নারী সুরক্ষা নিয়ে কুইজ় প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

রেস্পেক্ট ওম্যান স্টিকার

By

Published : Mar 8, 2019, 7:40 AM IST

কলকাতা, ৮ মার্চ : কলকাতায় ট্রামে-বাসে নারী নিগ্রহের অভিযোগ উঠেছে একাধিকবার। আন্তর্জাতিক নারী দিবসে এই ছবিটাই পালটে দেওয়ার অঙ্গীকার করছে কলকাতা পুলিশ। নারীশক্তিকে সম্মান দেওয়ার জন্য নেওয়া হচ্ছে অভিনব উদ্যোগ। এবার বাস, অটো বা অন্য যানবাহনে লাগানো থাকবে “রেসপেক্ট ওম্যান" লেখা স্টিকার।

কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনুজ শর্মা বলেছিলেন, “নারী সুরক্ষা হবে কলকাতা পুলিশের অগ্রাধিকার।" লালবাজার সূত্রে খবর, আজ কলকাতার জনবহুল স্থান, মার্কেট কমপ্লেক্সগুলিতে বিশেষ প্রচার অভিযান চালানো হবে। আয়োজন করা হবে কুইজ় প্রতিযোগিতারও। যার মুখ্য বিষয় হতে চলেছে নারী সুরক্ষা। পাশাপাশি, কলকাতা পুলিশের লোগো দেওয়া বিশেষ স্টিকার বিলি করা হবে বাস, অটো এবং ক্যাব চালকদের। যাতে লেখা থাকবে “রেসপেক্ট ওম্যান।"

এছাড়াও যানবাহনে নারী নিগ্রহ রুখতে বিলি করা হবে বিশেষ ধরনের কার্ডের স্টিকার। যেখানে চালকের নাম, গাড়ির নম্বর ও চালকের মোবাইল নম্বর লিখে রাখতে হবে। যাতে কেউ উঠলেই সেই গাড়ি ও গাড়িচালক সম্পর্কে তথ্য পেয়ে যান। এবং ঘনিষ্ঠদের সেই তথ্য জানিয়ে রাখতে পারেন। এই উদ্যোগের ফলে যানবাহনে নারীদের হেনস্থা কিছুটা কমবে বলেই মনে করছে কলকাতা পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details