কলকাতা, 17 ফেব্রুয়ারি : নিহত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্য়ার মৃত্য়ুর তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা পুলিশ ৷ লালবাজার সূত্রে খবর, ঘটনার তদন্তে গঠিত হয়েছে সাত সদস্য়ের বিশেষ তদন্তকারী দল ৷ মূলত, কলকাতা পুলিশের গোয়েন্দারাই রয়েছেন এই দলে ৷
আরও পড়ুন:মইদুলকে সরকারি হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল না? প্রশ্ন লালবাজারের
নবান্ন অভিযানে আহত হওয়ার পর মইদুলকে কোথায় কোথায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেইসব জায়গায় সংশ্লিষ্ট ব্য়ক্তিদের জিজ্ঞাসাবাদ করবেন সিট-এর সদস্যরা৷
প্রসঙ্গত, বেকারদের চাকরি-সহ নানা দাবিতে গত 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দেয় বাম ছাত্র ও যুব সংগঠনগুলি ৷ সেই সময়েই আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ তাতে গুরুতর আহত হন মইদুল ৷ প্রথমে তাঁকে চিকিৎসক তথা সিপিআইএম নেতা ফুয়াদ হালিমের হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় অন্য় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ 15 ফেব্রুয়ারি সকালে সেখানেই মৃত্য়ু হয় মইদুলের ৷
বাম যুবনেতার মৃত্য়ুর জন্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারকে দায়ী করেছেন বাম নেতৃত্ব ৷ ঘটনায় ধিক্কার জানিয়েছে কংগ্রেসও ৷ মুখ্যমন্ত্রী অবশ্য মৃতের পরিবারের পাশে থাকারই আশ্বাস দিয়েছেন ৷ দিয়েছেন মইদুলের পরিবারের একজনকে চাকরির আশ্বাসও ৷ আর এবার সেই ঘটনায় গঠিত হল সিট ৷