কলকাতা, 28 অগাস্ট : আবারও বিতর্কিত টুইট পাকিস্তানি-কানাডিয়ান সাংবাদিক তথা লেখক তারেক তারেক ফাতাহর । এবার তিনি বাংলাদেশের ঢাকার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, "কলকাতায় ইসলাম জিন্দাবাদ ধ্বনি উঠেছে ।" বিষয়টি নজরে আসতেই সক্রিয় হয়েছে লালবাজার । কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলিধর শর্মা জানিয়ে দিয়েছেন, "ওই টুইটের প্রেক্ষিতে মামলা করা হয়েছে । বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে টুইটার কর্তৃপক্ষের সঙ্গেও । চাপে পড়ে অবশ্য সেই টুইট ডিলিট করে দিয়েছেন তারেক । চেয়ে নিয়েছেন ক্ষমা ।
এর আগেও বিতর্কিত মন্তব্য করার জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন ওই লেখক । পাকিস্তান এবং ইসলামের বিরোধিতা বারবার উঠে এসেছে তাঁর বক্তব্যে । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও মন্তব্য করেছিলেন তারেক । তিনি বলেছিলেন, মুসলিম মহিলারা NRC ও CAA -র বিরোধিতা করছেন না । বরং মুসলিম মহিলাদের রাস্তায় বসিয়ে রেখেছেন তাঁদের স্বামীরা । দাবি করেছিলেন, "প্রথমে মুসলিম পুরুষরা মহিলাদের বোরখা থেকে বের করুক, তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিক, তারপর না হয় মহিলাদের পথে নামিয়ে বিক্ষোভ করাবে । " নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে তখন অযোধ্যায় এসে এই ধরনের মন্তব্য করেছিলেন তিনি ।