কলকাতা, 24 মার্চ : চলছে লকডাউন । এই সময়ে যাতে কোনওভাবে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি না করতে পারেন তার জন্য কঠোর পদক্ষেপ নিতে বলেছে নবান্ন । সেই সূত্রে সাতসকালেই কলকাতার বাজারে অভিযান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের । মোট চারটি দলে ভাগ হয়ে উত্তর, মধ্য, পূর্ব এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালালেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা ।
কোরোনা আতঙ্কের জেরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলেছে রাজ্য সরকার । কেন্দ্রের তরফেও এবিষয়ে জোরদার সওয়াল করা হয়েছিল । তারপর থেকেই সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে শুরু করেছেন বাড়িতে । তার জেরে শুরু হয়ে যায় কালোবাজারি । এরপর রবিবার ঘোষণা হয় লকডাউন । এই জিনিস রাজ্যবাসীর কাছে অপরিচিত । সেই সূত্র ধরে হুহু করে ছড়াচ্ছে গুজব । রাজ্য সরকারের সুস্পষ্ট নির্দেশিকার পরেও গুজব ছড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আর মিলবে না । যদিও এই সম্পর্কে যে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার তাতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় থাকছে । এমনকী ভিন রাজ্যের পণ্যবাহী গাড়ি এরাজ্যে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও, ছাত্র-ছাত্রীর জন্য এবং জরুরি সামগ্রীর গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে । কিন্তু তারপরেও ছড়াচ্ছে গুজব ।