কলকাতা, 18 জুন: সদ্য হরিয়ানা থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে কলকাতা পুলিশে যোগ দিয়েছে বেলা ৷ তবে দৈনন্দিন কসরতের সময় তাকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ৷ কী এমন হল বেলার ? ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষার পর জানা গিয়েছে, সমস্যাটা বেলার চোখে ৷ তার দুটি চোখেই পড়েছে সাদা পুরু আস্তরণ ৷ যার ফলে পুলিশি কাজকর্মে তাকে বেশ বেগ পেতে হচ্ছে ৷ লক্ষ্যে স্থির হওয়া যাচ্ছে না ৷
বেলা কলকাতা পুলিশের সারমেয় বিভাগের একনিষ্ঠ কর্মী ৷ তবে ল্যাব্রাডর প্রজাতির এই কুকুরকে নিয়ে বর্তমানে চিন্তায় রয়েছে লালবাজার ৷ এ ব্যাপারে বেলগাছিয়ার পশু চিকিৎসালয়ের ডাক্তারদের পরামর্শ নেওয়া হয় । কিন্তু সে ভাবে সমস্যার সমাধান কেউ করতে পারেননি । পরামর্শ নেওয়া হয়েছে কলকাতা পুলিশ স্কোয়াডের পশু চিকিৎসকেরও । কিন্তু তাতেও লাভ হয়নি ৷
চিকিৎসকদের থেকে বেলার হ্যান্ডলার শীর্ষেন্দু সরকার এবং কলকাতা পুলিশের আধিকারিকরা জানতে পেরেছেন, বাইরের চিকিৎসকদের পরামর্শ নেওয়া এ ক্ষেত্রে খুব প্রয়োজনীয় । কারণ যত দিন অতিবাহিত হবে, চোখের সমস্যা তত বৃদ্ধি পাবে । অবহেলা করলে এর পরিণতি খুবই ভয়াবহ হতে পারে । এই কথা শোনার পর আপাতত কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক করা হয়েছে যে, ওই ল্যাব্রাডর প্রজাতির সারমেয়টিকে নিয়ে যাওয়া হবে চেন্নাই (Kolkata Police dog squad member)।