কলকাতা, 17 এপ্রিল: কোরোনার প্রকোপে ক্রমশ দুর্গের চেহারা নিচ্ছে শহর কলকাতা। কলকাতার বেশিরভাগ পাড়ার গলিও এবার ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলছে পুলিশ। এমনকী সেখানে বসানো হয়েছে পুলিশ পাহারা। অর্থাৎ, মূল রাস্তা থেকে সরে এবার লকডাউন কঠোর করতে কলকাতার পাড়াগুলির দিকেও নজর দিতে শুরু করল পুলিশ।
কমিশনারের নির্দেশে এবার শহরের অলিগলিতেও ব্যারিকেড - শহরের পাড়ায় পুলিশের ব্যারিকেড
লকডাউনে আরও কড়া কলকাতা পুলিশ। বড় রাস্তার পর এবার পাড়ায় গলিতেও ব্যারিকেড দিল পুলিশ। সঙ্গে থাকছে পুলিশি পাহারা।
লালবাজার সূত্রের খবর, উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট, বিডন স্ট্রিট, হালদার বাগান, নাকাশিপাড়া সহ বিভিন্ন অঞ্চলে দেওয়া হয়েছে ব্যারিকেড। একই অবস্থা বেলেঘাটা, ফুলবাগান, মানিকতলা চত্বরেরও। মধ্য কলকাতার শিয়ালদা, কলেজস্ট্রিট চত্বর, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সন্তোষ মিত্র স্কোয়ার, এন্টালি সহ বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছে ব্যারিকেড। অন্যদিকে তপসিয়া, তিলজলা, ট্যাংরা, খিদিরপুর, মেটিয়াব্রুজ, গার্ডেনরিচ, রাজাবাগান, নাদিয়াল, কসবা, টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর যোধপুর পার্ক সহ বেশ কিছু এলাকা ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। অর্থাৎ, লকডাউনে সামাজিক দূরত্ব যাতে আরও কঠোরভাবে মেনে চলে মহানগরের বাসিন্দারা, এবার সেই ব্যবস্থাই করল কলকাতা পুলিশ। বড় রাস্তারগুলির সঙ্গে সঙ্গে নজর দেওয়া হল পাড়ার গলিতেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে কড়া হতে নির্দেশ দিয়েছেন খোদ নগরপাল অনুজ শর্মা। পাশাপাশি, শহরের ছোট বাজারগুলিতেও নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে। ড্রোন ক্যামেরার সাহায্যেও এই নজরদারি চলবে।