পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

21st July Security: তৃণমূলের শহিদ দিবসে 21 ঘণ্টা শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ - তৃণমূলের শহিদ দিবস

21 জুলাই ভোর সাড়ে চারটে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ (Kolkata Police Control Traffic for 21 Hours in 21st July Rally) ৷ এমনকী শহরের মধ্যে ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে লালবাজার ৷ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও থাকছে বিশেষ ব্যবস্থা ৷

kolkata-police-control-traffic-for-21-hours-in-21st-july-rally
kolkata-police-control-traffic-for-21-hours-in-21st-july-rally

By

Published : Jul 19, 2022, 2:07 PM IST

কলকাতা, 19 জুলাই: আগামী বৃহস্পতিবার তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ ৷ ওইদিন কলকাতায় ভোর সাড়ে চারটে থেকে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করবে পুলিশ (Kolkata Police Control Traffic for 21 Hours in 21st July Rally) ৷ বন্ধ থাকবে ধর্মতলার আশপাশের বহু রাস্তা ৷ এমনকী ধর্মতলা হয়ে উত্তর কলকাতা ও হাওড়াগামী গাড়ির পথ বদল করা হচ্ছে ৷ ওই দিন শহরে 21 ঘণ্টা যান নিয়ন্ত্রণ করা হবে ৷

করোনার জন্য গত দু’বছর ধরে এই সমাবেশ ভার্চুয়ালি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, এ বার আর ভার্চুয়াল নয় ৷ ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন তিনি ৷ দীর্ঘ দু’বছর পর 21 জুলাইয়ের সমাবেশ আয়োজিত হওয়ায় অন্যান্য বছরের তুলনায় লোকও বেশি আসবে বলে মনে করা হচ্ছে ৷ বিশেষ করে 2021 লোকসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় আসার পর, এটাই জন সমাবেশের মাধ্যমে তৃণমূলের প্রথম শহিদ দিবস ৷ ফলে ভিড় যে বেশি হবে, তা ধরেই নিচ্ছে লালবাজার ৷

সেই কারণে, যান নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ ধর্মতলা চত্বরে এবং সভামঞ্চের আশেপাশে অসংখ্য পুলিশ মোতায়েন থাকবে ৷ তাছাড়াও, ধর্মতলা এবং তাঁর আশেপাশের রাস্তা এবং শহরের বিভিন্ন এলাকায় ওইদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে ৷ বিশেষ করে যে রাস্তাগুলি দিয়ে মিছিল করে তৃণমূল কর্মীরা ধর্মতলার সভাস্থলে পৌঁছবেন সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকবে ৷ লালবাজারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতায় 21 ঘণ্টা যান নিয়ন্ত্রণ করা হবে ৷ ওইদিন ভোর সাড়ে 4টে থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

জানা গিয়েছে, ধর্মতলায় উত্তর থেকে দক্ষিণে বিবেকানন্দ রোড পর্যন্ত এবং দক্ষিণ থেকে উত্তরে বিধান সরণিতে একমুখী ট্র্যাফিক চলাচল করবে ৷ ধর্মতলা থেকে শিয়ালদা হয়ে কলেজ স্ট্রিটের দিকেও যান চলাচল একমুখী থাকবে ৷ দক্ষিণ কলকাতা থেকে উত্তরের স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, বেন্টিংক স্ট্রিট, হেয়ার স্ট্রিটে যান চলাচল একমুখী থাকবে ৷ 21 জুলাইকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে ৷

আরও পড়ুন:TMC 21st July Rally: রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে 21 জুলাইয়ের মঞ্চে ! যাত্রা শুরু 5 তৃণমূল কর্মীর

ওইদিন সকাল 4টে থেকে ডিউটি শুরু করবেন পুলিশ কর্মীরা ৷ উত্তর ও দক্ষিণ কলকাতায় চলাচলকারী গাড়ির উপরে নজর রাখবেন ট্র্যাফিক বিভাগের চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক ৷ মধ্য কলকাতার বউবাজার, হেয়ার স্ট্রিট থেকে শুরু করে একেবারে ধর্মতলা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থার উপর নজর রাখবেন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ৷ ধর্মতলা চত্বরে একজন অতিরিক্ত কমিশনরা পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে চারজন যুগ্ম কমিশনার এবং তাঁদের অধীনে থাকবেন 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আইপিএস আধিকারিক ৷

বউবাজার, হেয়ার স্ট্রিট, বড়বাজার, উত্তর বন্দর থানা সহ বেশ কিছু জায়গায় থাকবে কলকাতা পুলিশের এইচআরএফএস অর্থাৎ হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের বিশেষ গাড়ি ৷ কোথাও কোনও গোলমালের খবর এলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে তাদেরকে ব্যবহার করবে কলকাতা পুলিশ ৷ তাছাড়াও, ধর্মতলা চত্বরে রাখা হবে স্পেশাল অ্যাকশন ফোর্স ৷ 21 জুলাইয়ের সভা মঞ্চের বাইরে নিরাপত্তার জন্য রাখা হবে স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকদের ৷ পাশাপাশি, কড়া নজর রাখবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details