কলকাতা, 1 নভেম্বর : কলকাতা পুলিশ কমিশনারেটে নতুন সংযোজন ৷ এবার 226টি বৈদ্যুতিক গাড়ি আসছে কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে ৷ পরিবেশর কথা ভেবেই দূষণমুক্ত শহর তৈরির বার্তা দিতে এই বৈদ্যুতিক গাড়িগুলি আনা হচ্ছে ৷ প্রসঙ্গত, সৌমেন মিত্র কলকাতার পুলিশ কমিশনার হয়ে আসার পর লালবাজার সহ শহরের থানাগুলির ছবি অনেকটাই বদলে গিয়েছে ৷ পাশাপাশি, পুলিশ মিউজিয়াম তৈরি থেকে শুরু করে লালবাজারের লাইব্রেরি ৷ এমনকি কলকাতা পুলিশের সবক’টি থানার মালখানাকেও ডিজিটাল করার উদ্যোগ নেন তিনি ৷
এ নিয়ে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন, পরিবেশের কথা চিন্তা করেই এই পদক্ষেপ ৷ লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের হাতে থাকা প্রায় 40 শতাংশ গাড়ি পুরনো ৷ ফলে আদালতের নির্দেশ মতো তা প্রায় বাতিল হতে বসেছে ৷ তাছাড়াও গাড়িগুলির রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে সেগুলি পরিবেশের জন্য ক্ষতিকারক ৷ মূলত সেই কারণেই যত শীঘ্র সম্ভব পরিবেশবান্ধব গাড়ি আনার উপর জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই উদ্দেশ্যে 226টি বিদ্যুতিক গাড়ি লালবাজারের হাতে আসবে ৷