পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলঙে CBI অফিসে রাজীব কুমার - assam

শিলঙে পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। আজ তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করবে CBI-এর স্পেশাল টিম।

rajeev kumar

By

Published : Feb 9, 2019, 8:30 AM IST

Updated : Feb 9, 2019, 12:05 PM IST

শিলং (মেঘালয়), ৯ ফেব্রুয়ারি : শিলঙে CBI অফিসে ঢুকলেন রাজীব কুমার। দু'দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। সেখানে কিছুক্ষণ আগে পৌঁছেছেন তাঁর আইনজীবী। প্রথমে শিলঙে CBI অফিসে এবং দ্বিতীয় জায়গা এখনও জানা যায়নি। সারদা চিটফান্ড তদন্তের সময় নথি নষ্টের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সারদা চিটফান্ড তদন্তে দিনকয়েক আগে কলকাতার পুলিশ কমিশনারের বাসভবনে যান CBI আধিকারিকরা। তাঁদের বাসভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। কয়েকজন CBI আধিকারিককে আটকও করা হয়। এরপর রাজীব কুমারের বাসভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ থাকার পর তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, ধরনায় বসছেন। ধর্মতলার মেট্রো চ্যানেলে শুরু হয় ধরনা। ধরনামঞ্চ জাতীয় স্তরে BJP বিরোধী একাধিক নেতা-নেত্রীকে দেখা যায়। আসেন RJD নেতা তেজস্বী যাদব, DMK নেত্রী কানিমোঝি এবং TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু।

এদিকে বাধা পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় CBI। রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না। তবে, তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেয় আদালত। মেঘালয়ের শিলঙে তাঁকে CBI-র সঙ্গে দেখা করতে বলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর কলকাতার পুলিশ কমিশনার CBI-কে চিঠি দিয়েছিলেন। চিঠিতে তিনি জানান, ৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় শিলঙে CBI দপ্তরে গিয়ে সংস্থার ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন। কিন্তু, CBI রাজীব কুমারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। CBI জানায়, রাজীব কুমার কবে দেখা করবে, সেটা তারা ঠিক করবে। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে ৯ ফেব্রুয়ারি ডেকে পাঠায় CBI। শিলঙে CBI অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি।

Last Updated : Feb 9, 2019, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details