কলকাতা, 19 অক্টোবর : অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে ডেপুটি কমিশনারদের (DC) লক্ষ্য করে কড়া বার্তা কলকাতার পুলিশ কমিশনারের ৷ মামলা জমে থাকা নিয়ে জবাব চাইলেন নগরপাল অনুজ শর্মা । তথ্য বলছে, নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । আজ মূলত এই বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে DC-দের কাছে জবাব চান পুলিশ কমিশনার, এমনটাই জানিয়েছে পুলিশ সূত্র ।
পুলিশ সূত্র বলছে, শর্মা নির্দেশ দিয়েছেন, জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে । তথ্য বলছে, গত মাসে তুলনায় এই শহরে সব ধরনের অপরাধ কমেছে । লক্ষ্যণীয়ভাবে কমেছে চুরি । বিষয়টি নিয়ে পুলিশকে কৃতিত্ব দিলেও, কমিশনার প্রশ্ন তোলেন,চোরাই মাল যারা কিনছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এ প্রসঙ্গে তিনি বাইক চুরির প্রসঙ্গটি টেনে আনেন ।