পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Police: মহিলা পুলিশকে দিয়ে গ্রেফতার করানো হয়নি শুভেন্দুকে, জানাল লালবাজার - বিজেপি

নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার পথে পিটিএসের কাছে গ্রেফতার হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁকে মহিলা পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয়নি, জানাল লালবাজার ৷

kolkata-police-claims-no-women-police-personnel-involved-in-suvendu-adhikari-arrest
Kolkata Police: মহিলা পুলিশকে দিয়ে গ্রেফতার করানো হয়নি শুভেন্দুকে, জানাল লালবাজার

By

Published : Sep 13, 2022, 8:48 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছড়াল কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ অংশে ৷ কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারি নিয়ে একপ্রস্থ উত্তেজনা ছড়িয়েছিল ৷ কেন মহিলা পুলিশ কর্মীদের তাঁকে গ্রেফতার করার জন্য পাঠানো হয়েছে, সেই প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের বিধায়ক৷ যা নিয়ে সন্ধ্যায় বিবৃতি দিল লালবাজার ৷

কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে কোনও মহিলা পুলিশকর্মী গ্রেফতার করেননি । কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের সামনে কর্মরত ছিলেন ডিসি সাউথ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা । উচ্চ পদস্থ আধিকারিকদের নেতৃত্বেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে । কোনও মহিলা পুলিশ কর্মীকে দিয়ে তাঁকে গ্রেফতার করানো হয়নি ।

প্রসঙ্গত, মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান ছিল (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷ সেই সময় তাঁকে আটক করার জন্য এগিয়ে আসেন মহিলা পুলিশ কর্মীরা ৷ যা দেখে প্রশ্ন তোলেন শুভেন্দু ৷ বলতে থাকেন, ‘‘ডোন্ট টাচ মি৷ ডোন্ট টাচ মাই বডি ৷’’ একাধিকবার শুভেন্দুকে ‘ডোন্ট টাচ মাই বডি’’ বলতে শোনা যায় ৷

এই নিয়ে দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা হয়েছে ৷ কেউ শুভেন্দুর পক্ষে বলেছেন ৷ কেউ আবার শুভেন্দুকে টিপ্পনি কেটেছেন ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফেও এই নিয়ে কটাক্ষ করা হয়েছে ৷ শেষে কলকাতা পুলিশের তরফেও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ৷

অন্যদিকে লালবাজার সুত্রের খবর, এদিন বিজেপির (BJP) নবান্ন অভিযানের ঘটনায় মোট 90 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ যাঁদের মধ্যে 22 জন মহিলা ৷ এছাড়াও কলকাতা পুলিশের বউবাজার, হেয়ার স্ট্রিট, নর্থপোর্ট-সহ একাধিক থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে ৷

এছাড়াও এমজি রোডে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি পিসিআর ভ্যানে অগ্নিসংযোগ করার ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে অগ্রগতি পেতে চাইছেন তদন্তকারীরা । লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই মোট 12 জনকে চিহ্নিত করা হয়েছে । পরবর্তী সময়ে তাদের গ্রেফতার করা হবে ।

আরও পড়ুন :লালবাজারে বসে পুলিশকে হুমকি দিয়েছেন শুভেন্দু, অভিযোগ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details