কলকাতা, 16 জুন : ভার্চুয়াল কনফারেন্সে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে 45 নিনিট ধরে জিজ্ঞাসাবাদ করল মানিকতলা থানা ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষ দল ৷ যেখানে মোট 12টি প্রশ্ন করা হয়েছে মিঠুনকে ৷ মিঠুনের কাছে জানতে চাওয়া হয়, উস্কানিমূলক মন্তব্য করতে কেউ তাঁকে বাধ্য করেছিল কি না? এমনই একাধিক প্রশ্ন করা হয় অভিনেতাকে ৷ আপাতত জিজ্ঞাসাবাদ শেষ হলেও, তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে ফের বিজেপির এই নেতাকে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর ৷
প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ অভিযোগ সেই প্রচারগুলিতে মিঠুন এমন কিছু মন্তব্য করেছেন, যা পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসায় মদত দিয়েছে ৷ মৃত্য়ুঞ্জয় পাল নামে এক ব্যক্তি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এই মর্মে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ যেখানে বলা হয়েছে, অভিনেতা নির্বাচনী প্রচারে তাঁর সিনেমার কয়েকটি ডায়লগ বলেছিলেন ৷ যার মধ্যে বহুল চর্চিত একটি ডায়লগ ছিল, ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’’ ৷ অভিযোগ এমনই কয়েকটি উস্কানিমূলক ডায়লগ ভোটের ফলপ্রকাশের পর রাজনৈতিক হিংসায় মদত দিয়েছে ৷
মানিকতলা থানায় এই অভিযোগ দায়ের হওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী ৷ যেখানে তিনি আবেদনে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে ৷ তাই এফআইআর প্রত্যাহার করা হোক ৷ কিন্তু, আদালত সেই আবেদন মঞ্জুর করেনি ৷ পাল্টা অভিনেতাকে ভার্চুয়ালি হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷