পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লক্ষাধিক টাকার গয়না চুরির তিন দিন পর গ্রেপ্তার চোর - মেটিয়াব্রুজে লক্ষাধিক টাকার গয়না চুরি,

14 জুন মেটিয়াব্রুজে একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা চুরি যায়৷ ওই ঘটনায় আজ গ্রেপ্তার করা হল অভিযুক্তকে৷ তার কাছ থেকে উদ্ধার হল চুরি যাওয়া গয়নার অধিকাংশটাই৷ উদ্ধার হয় নগদ টাকাও৷

Theft jewelery and cash at Metiabruz
মেটিয়াব্রুজে লক্ষাধিক টাকার গয়না চুরি,

By

Published : Jun 18, 2020, 8:01 AM IST

কলকাতা, 17 জুন: কয়েকদিন আগে মেটিয়াব্রুজে একটি বাড়ি থেকে দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না চুরি হয়৷ ঘটনাটি ঘটে মেটিয়াব্রুজ থানা এলাকার আকড়া রোডে। চুরি যায় সোনা ও রুপোর গয়না, নগদ 8 হাজার টাকা। তবে পুলিশি তৎপরতায় দ্রুত ধরা পড়ল চোর। উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়না ও নগদ টাকা৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 14 জুন কিউ-41 আকড়া রোডের বাসিন্দা মহম্মদ তনভিরের বাড়িতে চুরি হয়। ওই দিন দুপুর দুটো থেকে দুটো কুড়ির মধ্যে চুরি হয়৷ আলমারি ভেঙে গয়না ও টাকা চুরি করে পালায় চোর। যার মধ্যে ছিল 2 টি সোনার নেকলেস, 1 টি সোনার চেন, বেশকিছু সোনার আংটি, 35 টি রুপোর গয়না ও নগদ 8 হাজার টাকা। দিনে দুপুরে চুরির ঘটনায় মাথায় হাত পড়ে বাড়ির মালিক মহম্মদ তনভিরের। তিনি মেটিয়াব্রুজ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে বাড়ির বাইরের CCTV ক্যামেরার ফুটেজ পায় পুলিশ। CCTV ফুটেজ পাওয়ার পর সোর্স কাজে লাগায় পুলিশ। সেই সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় মহম্মদ জাসিম খানকে।

মেটিয়াব্রুজ থানা তরফে জানানো হয়, অভিযুক্তের বাড়ি গার্ডেনরিচের ফতেপুর ভিলেজ রোডে । সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া গয়নার বেশিরভাগটাই উদ্ধার হয়েছে৷ মিলেছে নগদ 4 হাজার টাকাও৷

ABOUT THE AUTHOR

...view details