কলকাতা, 28 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টের অফিসারের স্ট্যাম্প পেপার (fake stamp paper case) জাল করে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল কসবা থানার পুলিশ (Kasba Police Station)। ধৃতদের নাম সুমিতকুমার ঘোষ ও মন্টু ভঞ্জ ।
এই ঘটনায় কলকাতা পুলিশের (kolkata police) ডেপুটি কমিশনার অফ পুলিশ (এসএসডি) রশিদ মনির খান জানান, এই ঘটনায় জড়িতদের নিজেদের হেফাজতে নিয়ে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টের আধিকারিক বিপ্লব রায় একটি অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ট্যাম্প পেপার নকল করে জমি ক্রয়-বিক্রয় করে প্রতারণা (kolkata fraud case) করা হচ্ছে ।
আরও পড়ুন:Baduria Fraud Case : সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা, বাদুড়িয়ায় ধৃত যুবক