কলকাতা, 20 জুন: কলকাতায় কি ফের সক্রিয় হয়ে উঠছে জামতারা গ্যাং ? ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে চারজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata police arrested four persons in bank fraud case)। ধৃত চার জনের নাম মনিরুল, কৌশর, সাহেদ আলম, পরশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত পরশ ঝাড়খণ্ডের জামতারা এলাকারই বাসিন্দা ।
আর এই খবর গ্রেফতারির পর থেকেই ঘটনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । হাজারখানেক সিম কার্ডের পাশাপাশি ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে । লালবাজারের অনুমান, একাধিক ব্যক্তির কাছ থেকে তাদের পরিচয়পত্র হাতিয়ে নিয়ে সেগুলো দেখিয়ে মোবাইল সিম কার্ড কিনে ব্যাংক জালিয়াতি করত অভিযুক্তরা । পরশ বাদে বাকি এই তিনজনকে গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ । তাদের প্রত্যেককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা অফিসারেরা (police suspecting arrested persons as Jamtara Gang member)।