পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জাল ভ্যাকসিন-কাণ্ডে গ্রেফতার আরও এক ব্যক্তি - জাল ভ্যাকসিন কাণ্ড

কসবা জাল ভ্যাকসিন-কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ ৷ বিরাটির বাসিন্দা অশোক রায়কে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, এই ব্যক্তির থেকেই মাসে 65 হাজার টাকা দিয়ে কসবার অফিস ভাড়া নিয়েছিল জাল ভ্যাকসিন-কাণ্ডে ধৃত ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব ৷

kolkata police arrest one person ashok ray from birati on kasba fake vaccine case
জাল ভ্যাকসিন-কাণ্ডে গ্রেফতার অশোক রায় নামে 1 ব্যক্তি

By

Published : Jul 1, 2021, 12:04 PM IST

কলকাতা, 1 জুলাই : কসবা জাল ভ্যাকসিন-কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল লালবাজারের আধিকারিকরা ৷ মূল অভিযুক্ত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করে অশোক রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । গতকাল রাতে বিরাটি থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কসবা জাল ভ্যাকসিন-কাণ্ড সামনে আসার পর থেকে দেবাঞ্জনকে নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করা হল ৷

সূত্রের খবর, বিরাটির বাসিন্দা এই অশোক রায়ের কাছ থেকেই মাসিক 65 হাজার টাকায় দেবাঞ্জন দেব কসবার অফিস ভাড়া নিয়েছিল ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, দেবাঞ্জনের হয়ে একাধিক কাজ করে দিত এই অশোক রায় ৷ দেবাঞ্জন নিজেকে সরকারি আমলা পরিচয় দিয়ে শহরের একটি ভেজাল তেলের কারখানায় অভিযান চালিয়েছিল ৷ এমনকি একটি নির্বাচনেও কাজ করেছিল ৷ অভিযোগ, দেবাঞ্জনের এই অভিযান এবং নির্বাচনে কাজ করার খবর এক দৈনিক পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেছিল এই অশোক রায় ৷

আরও পড়ুন : দেবাঞ্জনের ল্যাপটপে কলকাতা পৌরনিগমের গুরুত্বপূর্ণ নথির স্ক্য়ান কপি

অন্যদিকে, দেবাঞ্জনের জাল ভ্যাকসিনের ফাঁদে অশোক রায় নিজেও পড়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ অশোক রায় দেবাঞ্জনের থেকে জাল ভ্যাকসিন নিয়ে নিজের পরিবার সহ মোট 50 জনকে দিয়েছিল ৷ তবে, সেটা জেনে, নাকি না জেনে তা এখনও জানা যায়নি ৷ জাল ভ্যাকসিন-কাণ্ডে দেবাঞ্জনের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজারের গোয়েন্দারা ৷ তাঁদের সবার বয়ান নথিভুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এঁদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নতুন তথ্য উঠে এসেছে ৷ পাশাপাশি ল্যাপটপ থেকে যে সব নথি পাওয়া গেছে, তার থেকে সূত্র বের করে একাধিক ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details