পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Eden Gardens ইডেন গার্ডেন্স চত্বর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, এসটিএফয়ের অভিযানে ধৃত এক - Kolkata Police arrest one from Eden Gardens area with firearms

ইডেন গার্ডেন্স চত্বর থেকে আগ্নেয়াস্ত্র ভর্তি ব্যাগসহ এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata Police STF) । ধৃতের নাম ওয়াকিল খান ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ইম্প্রোভাইজড সিঙ্গেল শর্টার, কুড়ি রাউন্ড কার্তুজ (Eden Gardens Arms Recovered) ।

Eden Gardens
ETV Bharat

By

Published : Aug 22, 2022, 10:11 PM IST

Updated : Aug 23, 2022, 6:15 AM IST

কলকাতা, 22 অগস্ট: ইডেন গার্ডেন্স চত্বর থেকে আগ্নেয়াস্ত্র ভর্তি ব্যাগ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata Police STF) । ধৃতের নাম ওয়াকিল খান ৷ তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ ইডেনের মতো বিশেষ নিরাপত্তায় ঘেরা এলাকা থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Eden Gardens Arms Recovered) ৷

লালবাজার সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ইম্প্রোভাইজড সিঙ্গল শর্টার, কুড়ি রাউন্ড কার্তুজ । গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযুক্তকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (man arrested with arms from Kolkata) । লালবাজার সূত্রের খবর, এর আগেও রাজ্য পুলিশের বিভিন্ন থানা এলাকায় একাধিক অপরাধমূলক কাজকর্মে নাম জড়িয়েছে এই ব্যক্তির ৷ গ্রেফতারও করা হয়েছিল তাকে ।

আরও পড়ুন : বিহার পুলিশের চোখে ধুলে দিয়ে ফের পালাল কলকাতার ডাকাতির অভিযুক্ত

এদিন গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ ৷ মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা । কেন, সে এত আগ্নেয়াস্ত্র নিয়ে ইডেনের সামনে দাঁড়িয়েছিল তা জানার চেষ্টা করছে এসটিএফ ৷

Last Updated : Aug 23, 2022, 6:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details