পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Park Street Arrest : মদ্যপদের তাণ্ডব থামাতে গিয়ে পার্ক স্ট্রিটে আক্রান্ত পুলিশ, গ্রেফতার চার - পার্ক স্ট্রিটে আক্রান্ত পুলিশ

বড়দিন উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন পার্ক স্ট্রিটে ৷ সেখানে শুক্রবার রাতে একটি নাইট ক্লাবের সামনে গোলমাল হয় ৷ পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে ৷ গ্রেফতার হয় চারজন (Kolkata police arrest four drunk youths from Park Street) ৷

kolkata police arrest four drunk youths from park street
Park Street Arrest : মদ্যপদের তাণ্ডব থামাতে গিয়ে পার্ক স্ট্রিটে আক্রান্ত পুলিশ, গ্রেফতার চার

By

Published : Dec 25, 2021, 1:44 PM IST

Updated : Dec 25, 2021, 3:00 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর : বড়দিনের আগের রাতে পার্ক স্ট্রিটে গোলমাল ৷ একটি নাইট ক্লাবের বাইরে মদ্যপ যুবক-যুবতীদের তাণ্ডবের জেরে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ ৷ এমনকী, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে জানা গিয়েছে ৷ পরে পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেফতার করে (Kolkata police arrest four drunk youths from Park Street) ৷

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের একটি নাইট ক্লাবের সামনে ৷ ওই নাইট ক্লাবে কয়েকজন যুবক-যুবতী এসেছিলেন ৷ তাঁরাই আচমকা ক্লাবের সামনে তাণ্ডব চালাতে শুরু করেন ৷ সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয় ৷ ঘটনাস্থলে পৌঁছায় পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণী থানার পুলিশ ৷

অভিযোগ, পুলিশের সঙ্গে ওই যুবক-যুবতীরা ধাক্কাধাক্কি করে ৷ পুলিশকে গালিগালাজ করে (four drunk youth Allegedly beaten Kolkata Police at Park Street) ৷ পুলিশ তখন ঘটনাস্থল থেকে ওই চারজনকে নিয়ে থানায় যায় ৷ শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয় ৷ আজ তাদের আদালতে তোলা হবে ৷

কিন্তু কী নিয়ে গোলমাল ? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংশ্লিষ্ট নাইট ক্লাব নির্ধারিত সময়ে বার বন্ধ করে দেয় ৷ কিন্তু ওই চারজন আরও মদের দাবি করতে থাকে ৷ সেই থেকেই ঝামেলা বাধে ৷ যা শেষ পর্যন্ত তাণ্ডব ও পুলিশকে হেনস্থার পর্যায়ে পৌঁছে যায় ৷

আরও পড়ুন :Christmas 2021 at Park Street : বড়দিনে পার্ক স্ট্রিটে নজর কাড়বে 54 ফুটের ক্রিসমাস ট্রি

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা, গালিগালাজ করা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

Last Updated : Dec 25, 2021, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details