পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KP Investigate PCR Van Fire: পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের তদন্তে গুণ্ডাদমন শাখা, গ্রেফতার 4 - কলকাতা পুলিশ

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় (Fire on PCR van at MG Road) তদন্তে নামল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ৷ মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) ।

Kolkata police anti rowdy squad investigate fire on PCR van at MG Road
Kolkata police anti rowdy squad investigate fire on PCR van at MG Road

By

Published : Sep 14, 2022, 10:39 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: মঙ্গলবার বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা এবং হাওড়ার একাংশে । যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের একটি পিসিআর ভ্যানে (Police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ এবার পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ।

জানা গিয়েছে, ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা বেলেঘাটা, তপসিয়া, ট্যাংরা, নারকেলডাঙ্গা ও শিয়ালদার একাংশে তল্লাশি অভিযান চালান । সেখান থেকেই মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) । গ্রেফতারির পর তাঁদের আনা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) ।

পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে । আজ তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত ছিল, তাঁদের সন্ধান পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা করলে সেখান থেকেই ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷

আরও পড়ুন :পুলিশকে মারছে বিজেপি, ভিডিয়ো টুইট তৃণমূলের

লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক প্রথমে কর্তব্যরত পুলিশকর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে ঠাণ্ডা মাথায় ওই পিসিআর ভ্যানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে ।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযান নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন । সাংসদ টুইটে (Abhishek Banerjee tweets over BJP Nabanna Abhijan)লেখেন, " দুষ্কৃতীরা আমাদের সিটি অফ জয়ে কী করতে পারে ! আজ শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ বিজেপির কয়েক ঝলক দেখল ! আমাদের এটা ভাবলেও শিহরণ হচ্ছে, ওরা ক্ষমতায় এলে কী করবে ৷ পশ্চিমবঙ্গ ওদের (বিজেপি) প্রত্যাখ্যান করেছে, তাই ধন্যবাদ ৷ এবার সেই সময় এসেছে, যখন সারা দেশ ওদের প্রত্যাখ্যান করবে ৷"

আরও পড়ুন :পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ভিডিয়ো টুইট, বিজেপি প্রত্যাখ্যানের ডাক অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details