কলকাতা, 14 সেপ্টেম্বর: মঙ্গলবার বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা এবং হাওড়ার একাংশে । যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের একটি পিসিআর ভ্যানে (Police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ এবার পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ।
জানা গিয়েছে, ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা বেলেঘাটা, তপসিয়া, ট্যাংরা, নারকেলডাঙ্গা ও শিয়ালদার একাংশে তল্লাশি অভিযান চালান । সেখান থেকেই মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) । গ্রেফতারির পর তাঁদের আনা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) ।
পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে । আজ তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত ছিল, তাঁদের সন্ধান পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।
প্রসঙ্গত, বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা করলে সেখান থেকেই ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷