পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Ozone Count : কলকাতায় বাড়ছে ওজোনের মাত্রা, ভিক্টোরিয়ার ক্ষতির আশঙ্কা

রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ওজোনের মাত্রা ছিল আট ঘণ্টায় গড়ে 160 মিলিগ্রাম প্রতি কিউবিক মিটার ৷ তা থেকেই আশঙ্কা তৈরি হয়েছে ওই সৌধ নষ্ট হয়ে যাওয়ার (kolkata ozone count poses threat to the iconic victoria memorial) ৷

By

Published : Dec 13, 2021, 9:19 PM IST

Updated : Dec 13, 2021, 10:03 PM IST

kolkata ozone count poses threat to the iconic victoria memorial
Kolkata Ozone Count : কলকাতায় বাড়ছে ওজনের মাত্রা, ক্ষতির আশঙ্কা ভিক্টোরিয়ায়

কলকাতা, 13 ডিসেম্বর : মধ্য কলকাতায় স্বাভাবিকের তুলনায় ওজোনের মাত্রা বেড়ে গিয়েছে অন্তত 60 শতাংশ ৷ যার ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যে তো খারাপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (kolkata ozone count poses threat to the iconic victoria memorial) ৷

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের দেওয়া হিসেব অনুযায়ী রবিবার ভিক্টোরিয়া চত্বরে আট ঘণ্টায় গড়ে 160 মিলিগ্রাম প্রতি কিউবিক মিটার ওজোন ছিল ৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মান অনুযায়ী, এটা 100 মিলিগ্রাম প্রতি কিউবিক মিটার হওয়া উচিত ৷

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক কর্তা জানিয়েছে, ওজোনের পরিমাণ বেড়ে গেলে কুয়াশার মতো আবহাওয়া তৈরি হয় ৷ আর গাড়ি থেকে যে ধোঁয়া নির্গত হয়, তার কণাগুলি বায়ুমণ্ডলের নিচের স্তরেই থেকে যায় ৷ ওজোনের পরিমাণ কমে গেলে কুয়াশার মতো পরিবেশ কেটে যায় ও দৃশ্যমানতা বাড়ে ৷

ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকেই কলকাতার ময়দান শুরু হচ্ছে ৷ সুবজে ঘেরা এই অংশকে কলকাতারা ফুসফুল বলা হয় ৷ সেখানে এমন পরিস্থিতি হলে, তা কলকাতাবাসীর জন্য ভয়ঙ্কর হবে বলে মনে করছেন পরিবেশবিদরা ৷ পরিবেশবিদ সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি তুলেছেন ৷

আরও পড়ুন :Weather Update in Bengal : রাজ্যে কমবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের

তিনি জানান, ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা ওজন স্তর রংবিহীন হয় ৷ এটা খুব অস্বস্তিকর একটি গ্যাস ৷ তাছাড়া ডিজেল চালিত গাড়ির জেরে ভিক্টোরিয়ার রং খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ৷

Last Updated : Dec 13, 2021, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details