পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিশ্ব পরিবেশ দিবসে আরও বেশি বৃক্ষরোপণে উদ্যোগী রাজ্য - বনদপ্তর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

আগামী 5 তারিখ রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগমের যৌথ উদ্যোগের অনুষ্ঠানে বৃক্ষরোপণ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷

kolkata
কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান

By

Published : Jun 4, 2020, 9:02 AM IST

Updated : Jun 4, 2020, 9:54 AM IST

কলকাতা, 4 জুন : ঘূর্ণিঝড় আমফোনের দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতি হয়েছে সর্বাধিক ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মূল থেকে উপড়েছে একাধিক গাছ । পরিসংখ্যান বলছে, শুধুমাত্র কলকাতাতেই দেড় হাজার গাছ ভেঙে পড়েছে। তাই কলকাতাকে ফের সবুজ করে তুলতে আগামী 5 তারিখ পরিবেশ দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে চলেছেন। মুখ্যমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি করার পরেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিদিনই গাছ লাগানো হবে।

বৃক্ষরোপণ কর্মসূচীকে নিয়ে কী বলেন ফিরহাদ হাকিম ? দেখুন ভিডিয়োয়...

ইতিমধ্যেই রাজ্যের সবুজায়ন নিয়ে ফিরহাদ হাকিম বৈঠক করেছেন বনদপ্তর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই কলকাতা ছাড়াও রাজ্যজুড়ে গাছ লাগানো হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন , "রাজ্যজুড়ে প্রায় 7 লাখ গাছ লাগানো হবে। যেসব জায়গায় গাছ ভেঙে পড়েছে সেই সব জায়গায় তো গাছ লাগানো হবে তার পাশাপাশি অন্যান্য জায়গাগুলি তো আরও বেশি করে বপন করা হবে। এত সংখ্যায় গাছ পড়ে যাওয়ার ফলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলেই তৈরি হয়েছে অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের ঘাটতির পরিমাণ প্রায় 11 কোটি ইউনিট। তাই যা গাছ পড়েছে তার চেয়ে দ্বিগুণ সংখ্যক গাছ না বসালে ক্ষতি পূরণ করা যাবে না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি সংখ্যক গাছ লাগানো হবে। এর পাশাপাশি নিম জাতীয় গাছ বেশি সংখ্যক লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।"

কলকাতা পৌরনিগমের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসে গাছ লাগাবেন । তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কলকাতা পৌরনিগমের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। আগামী 5 তারিখ হরিশ মুখার্জি পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃক্ষরোপণ করতে চলেছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্য সরকার কলকাতা পৌরনিগমের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হবে।

Last Updated : Jun 4, 2020, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details