পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 26, 2021, 3:56 PM IST

Updated : Oct 26, 2021, 8:05 PM IST

ETV Bharat / city

Municipal Election: জানুয়ারির মাঝামাঝি হতে পারে পৌর নির্বাচন, পর্যালোচনায় কমিশন

2020-র 6 জুন কলকাতা পৌরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে সেই সময় নির্বাচন করা সম্ভব হয়নি ৷ প্রতিবেদনটি লিখেছেন প্রজ্ঞা সাহা ৷

kolkata-municipal-election-may-take-place-in-mid-january
জানুয়ারির মাঝামাঝি হতে পারে পৌর নির্বাচন

কলকাতা, 26 অক্টোবর: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে পৌর নির্বাচন সম্ভব নয় ৷ পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজার মধ্যে এমনটাই জানা গেল নির্বাচন কমিশন সূত্রে ৷ সব কিছু ঠিকঠাক ভাবে এগোলে, আগামী বছর 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে পৌর নির্বাচন হতে পারে বলে জানা গিয়েছে ৷

করোনা পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন, উপনির্বাচন হলেও পৌর নির্বাচনে বাধা কোথায়, এ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছেন বিরোধীরা ৷ কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে গোটা ডিসেম্বর মাস ধরে নির্বাচনী তালিকা সংশোধনের কাজ চলবে ৷ তাই সেই সময় পৌর নির্বাচন করানো সম্ভব নয় ৷

অন্য দিকে, ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের পরীক্ষা রয়েছে ৷ সেই সময়ও নির্বাচন সম্ভব নয় ৷ তাই জানুয়ারির প্রথম সপ্তাহে নববর্ষের আবহ কাটা মাত্রই প্রস্তুতি শুরু করে দেওয়া গেলে, দ্বিতীয় সপ্তাহে পৌর নির্বাচন করানো সম্ভব বলে মনে করছে কমিশন ৷

2020-র 6 জুন কলকাতা পৌরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে সেই সময় নির্বাচন করা সম্ভব হয়নি ৷ তবে মহামারিতে সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন এবং প্রশাসনিক কাজকর্ম যাতে সচল থাকে, তার জন্য ফিরহাদ হাকিমকে পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রশাসক নিযুক্ত করা হয় ৷

জানুয়ারির মাঝামাঝি হতে পারে পৌর নির্বাচন, পর্যালোচনায় কমিশন

সেই থেকে কলকাতা পৌরসভা পরিচালিত প্রশাসকমণ্ডলীর সদস্যরাই যাবতীয় কাজকর্ম চালিয়ে আসছেন ৷ আগামী বছর এই বোর্ডের মেয়াদ শেষ । সে ক্ষেত্রে ৮ মে-র মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল । তাঁদের মতে, মেয়াদ শেষ হয়ে গেলে পুর আইনে আর প্রশাসক বসানোর সুযোগ নেই । পুর প্রশাসক ফিরহাদ যদিও বাংলা এবং কলকাতা পুর আইনকে পৃথক করে দেখার পক্ষপাতী । তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সঙ্কট তৈরি হতে দেবেন না ।

তবে বিরোধীদের আক্রমণ থামছে না । বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন হলেও দেড় বছর ধরে পৌর নির্বাচন হচ্ছে না কেন, তা নিয়ে লাগাতার মমতা সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধী শিবির ৷ এ নিয়ে বিজেপির তরফে আদালতে মামলাও দায়ের করা হয় ৷ অভিযোগ ওঠে, হারের ভয়ে নানা অজুহাতে পৌর নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ যদিও সরকারের দাবি, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পৌর নির্বাচন করানো হবে ৷

Last Updated : Oct 26, 2021, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details