পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন - কলকাতা কর্পোরেশন নির্বাচন

ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন ৷

kolkata municipal election
কলকাতা পৌর নির্বাচন

By

Published : Jan 7, 2020, 12:25 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন। আইনি কোনও বাধা না থাকলেও ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে এখনও কোনও লিখিত চিঠি পায়নি নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা কর্পোরেশন নির্বাচন

92টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা এবং পৌরনিগমে সেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কলকাতা সহ 92টি পৌরসভার সংরক্ষণের খসরা তালিকা 17 জানুয়ারি প্রকাশিত হতে চলেছে। নিয়ম অনুযায়ী 17 জানুয়ারির 10 সপ্তাহ পর ভোট হলে কোনও অসুবিধা নেই। অর্থাৎ 27 মার্চের পর যে কোনও দিন ভোট হতে পারে। সেই কারণেই মনে করা হচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন।

মার্চে শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর প্রচারে কোনও বাধা থাকছে না। সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা না গেলেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই। তাই মার্চেই হয়তো কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে । মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হতে পারে মনোনয়ন প্রক্রিয়ার কাজ।

সাধারণত কলকাতা পৌরনিগমের সঙ্গে অন্য পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন করা হয় না। 2014 সালেও কলকাতা পৌরনিগমের নির্বাচনের 15 দিন পর অন্য পৌরসভাগুলির নির্বাচন হয়েছিল। সব ঠিক থাকলে এবারও সেরকমটাই হতে পারে । এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতা পৌরনিগমের নির্বাচনের পর বাকি পৌরসভাগুলিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে। সূত্রের খবর, 25 এপ্রিলের আগেই প্রতিটি পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন সেরে ফেলতে চায় রাজ্য। কারণ ওই দিন থেকেই শুরু হচ্ছে রমজান মাস। আর রমজান মাসে ভোট করানোর বিষয়ে আপত্তি রয়েছে তৃণমূল নেত্রীর। পাশাপাশি, কলকাতা পৌরনিগমের নির্বাচন আগে করানোর জন্য প্রশান্ত কিশোরও তাঁকে পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।

ABOUT THE AUTHOR

...view details