কলকাতা, 5 নভেম্বর : কোরোনা পরিস্থিতির মাঝেই ডেঙ্গিতে মৃত্যু হল কলকাতা পৌরনিগমের এক কর্মীর । 28 বছরের রাহিদ জামান কলকাতা পৌরনিগমের সাফাই বিভাগের কর্মী ছিলেন । কয়েকদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি । শারীরিক অবস্থার অবনতি হলে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । গতকাল তাঁর মৃত্যু হয় ৷
কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার বলেন, "রাহিদ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে । জুলাই মাস থেকে এখনও পর্যন্ত শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 3 জন মারা গেছে ৷"