পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় ডেঙ্গি দমনে আড়াই লাখ গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত পৌরনিগমের

কলকাতায় ডেঙ্গি দমনে আড়াই লাখ গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ বাগবাজার ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাপি ঘোষ আজ পৌরনিগমের হাতে এই মাছ তুলে দেন ৷

gappi-fish
ডেঙ্গি দমনে গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত পৌর নিগমের

By

Published : Jul 4, 2020, 6:15 PM IST

কলকাতা, 4 জুলাই : বর্ষা শুরু হতেই শহরের নানা প্রান্তে জমছে জল ৷ জমা জলেই বংশ বৃদ্ধি করছে ডেঙ্গি মশা ৷ ডেঙ্গি দমন করতে জীবাণুনাশক ছড়ানোর পাশাপাশি আড়াই লাখ গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷

প্রতি বছরই রাজ্যে ডেঙ্গির দাপট দেখা যায় ৷ বিভিন্ন জায়গায় জমা জল থেকেই ছড়িয়ে পড়ে এই মশা ৷ তাই প্রশাসনের তরফ থেকে প্রতিবছরই জীবাণুনাশক ছড়ানো হয় এবং বিভিন্ন জলাশয়গুলিতে গাপ্পি মাছও ছাড়া হয় ৷ এই মাছ মূলত মশার লার্ভা খায় , তাই মশা দমনে অন্যতম ভরসা এই মাছ ৷ শহরের নানা জলাশয়, পার্কের ফোয়ারা, ঝরনায় এই মাছগুলি ছাড়া হবে ৷

আজ কলকাতা পৌরনিগমের বাগবাজার ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাপি ঘোষ প্রশাসনের হাতে দুই লাখ গাপ্রি মাছ তুলে দেন ৷ তিনি জানান, যারা মাছ চাষ করেন, তারা লকডাউনে আর্থিক সমস্যার মুখে পড়েছেন ৷ তবুও প্রায় 200-250 মৎসচাষী বিনামূল্যে এই মাছ মাদের হাতে তুলে দিয়েছেন ৷ এই মাছগুলি শহরের বিভিন্ন ড্রেন, নালা, কুয়ো, জলাধার ও অন্যান্য যেখানে জল জমা হয়, সেখানে ছাড়া হবে ৷

কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানান, সর্বত্র মশার ওষুধ স্প্রে করা হলেও জল জমে মশা বংশবিস্তার করে ৷ তাই নিকাশি নালা ড্রেন থেকে শুরু করে শহরের যেসব জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে, সেখানে এই মাছগুলি ছাড়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details