কলকাতা, 24 জানুয়ারি : কয়েক দশকের পুরনো আইন । যার জেরে বর্তমানে বড় কাজ করার ক্ষেত্রে আর্থিক অনুমোদন পেতে বারবার সমস্যার সম্মুখীন হতে হয় । তাই কাজের গতি বাড়াতে পৌর কমিশনার, মেয়র পরিষদ ও পৌর বোর্ডের অর্থ বরাদ্দের ক্ষমতা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷
চলতি মাসে পৌর অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব পাস করাতে পারে কলকাতার বর্তমান পৌর বোর্ড । তা পাস হয়ে গেলে নবান্নে পাঠানো হবে আইন সংশোধন করার জন্য ৷ কলকাতা পৌরনিগমের একটি সূত্রের তরফে এই দাবি করা হয়েছে ৷
কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, এখন কে কত টাকা বরাদ্দ করতে পারেন, তা 1980 সালে তৈরি হওয়া কলকাতা পৌর আইন অনুসারে নির্ধারিত হয় । এই আইন অনুসারে পৌর কমিশনার 5 লক্ষ টাকা, মেয়র পরিষদ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত কাজের অর্থ বরাদ্দ করতে পারেন ৷ আর পৌর বোর্ডের হাতে 1 কোটি টাকার উপরে যে কোনও কাজের অর্থ বরাদ্দের ক্ষমতা আছে ।
বর্তমানে কলকাতা পৌরসভার আয়তন বেড়েছে । বেড়েছে পরিষেবার পরিসর । সব মিলিয়ে এখন সব কাজের খরচ অনেক । তাই 1980 সালের আইন মেনে এই টাকা বরাদ্দ করার ক্ষেত্রে বারবার সমস্যা হচ্ছে । কাজের গতি থমকে যাচ্ছে আইনের বেড়াজালে । তাই বর্তমান বোর্ড সিদ্ধান্ত নিয়েছে টাকা বরাদ্দের মাত্রা বাড়ানোর (kolkata municipal corporation wants to increase the limit on spending money) । এমনটাই খবর কলকাতা পৌরনিগম সূত্রে ৷