পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 27, 2021, 10:58 PM IST

ETV Bharat / city

Corona Vaccination : পঠন-পাঠন চালুর আগেই কলেজ পড়ুয়াদের টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম

আগামী নভেম্বর থেকেই কলেজগুলিতে পঠন-পাঠন চালু করার পরিকল্পনা রয়েছে ৷ তাই তার আগেই কলেজ পড়ুয়াদের টিকাকরণের পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ শহরের মোট 54টি কলেজে 29 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাকরণ ৷

কলেজ পড়ুয়াদের টিকাকরণ শুরু করবে কলকাতা পৌরনিগম
কলেজ পড়ুয়াদের টিকাকরণ শুরু করবে কলকাতা পৌরনিগম

কলকাতা, 27 সেপ্টেম্বর : নভেম্বর মাস থেকে কলেজ চালু করার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার । করোনা প্যানডেমিকের জেরে গত দেড় বছর ধরে কলেজগুলিতে পঠন-পাঠন বন্ধ রয়েছে । পড়ুয়াদের করোনার টিকা দিয়ে পঠন-পাঠন শুরু করার উদ্যোগ নিয়েছে রাজ্য শিক্ষা দফতর । রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কলেজের ছাত্রছাত্রীদের টিকাকরণ করা হবে, যাতে দুর্গাপুজোর পরই কলেজগুলি ফের শুরু করা যায় । কলকাতা শহরের 54টি কলেজের নামের তালিকা তৈরি করা হয়েছে । এই কলেজগুলিতে পড়ুয়াদের করোনার টিকা দেওয়া হবে । যদি কোনও অধ্যাপক অধ্যাপিকা অথবা শিক্ষাকর্মীদের টিকা নেওয়া বাকি থাকে, তাহলে তাঁদেরও টিকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷ সোমবার কলকাতা পৌরনিগম একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী 29 সেপ্টেম্বর বুধবার থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে ।

কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পৌরনিগম যৌথভাবে এই টিকাকরণ করবে, যা আগামী বুধবার অর্থাৎ 29 তারিখ থেকে শুরু হবে । শহরের 54টি কলেজগুলিতে এই টিকাকরণ চলবে 8 অক্টোবর পর্যন্ত । ছাত্রছাত্রীদের জানানো হয়েছে, তাঁরা যেন নিজেদের কলেজের অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে টিকা গ্রহণ করেন । রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কলকাতা পৌরনিগম উদ্যোগে সংশ্লিষ্ট কলেজগুলিতে চলবে টিকাকরণ কর্মসূচি ৷

যে 54টি কলেজে টিকাকরণ চলবে সেগুলি হল-

1. আচার্য গিরিশচন্দ্র ঘোষ কলেজ
2. আচার্য জগদীশচন্দ্র কলেজ
3. আনন্দমোহন কলেজ
4. আশুতোষ কলেজ
5. বাসন্তী দেবী কলেজ
6. বেহালা কলেজ
7. বেঙ্গল মিউজিক কলেজ
8. বঙ্গবাসী কলেজ
9. ভবানীপুর এডুকেশন সোসাইটি
10. ক্যালকাটা গালস বিটি কলেজ
11. ক্যালকাটা গার্লস কলেজ
12. চারুচন্দ্র কলেজ
13. সিটি কলেজ
14. চিত্তরঞ্জন কলেজ
15. দেশবন্ধু কলেজ
16. ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ লেকটাউন
17. গোয়েনকা কলেজ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
18. গভর্নমেন্ট কলেজ ফর ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন্স হেস্টিংস
19. গুরুদাস কলেজ
20. হরিমোহন ঘোষ কলেজ
21. জগদীশচন্দ্র চৌধুরী ল কলেজ
22. যোগমায়া দেবী কলেজ
23. ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ
24. মহারাজা মহেন্দ্রচন্দ্র কলেজ
25. মহারাজা শ্রীশচন্দ্র কলেজ
26. মহারানী কাশীশ্বেরী কলেজ
27. ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ
28. মৌলানা আজাদ কলেজ
29. মিল্লি আল আমিন কলেজ
30. নব বালিগঞ্জ মহা বিদ্যালয়
31. নেতাজিনগর ডে কলেজ
32. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
33. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
34. সাবিত্রী গার্লস কলেজ
35. শেঠ সুরজমল জালান গার্লস কলেজ
36. শ্যামাপ্রসাদ কলেজ
37. গুরুদাস কলেজ
38. সিস্টার নিবেদিতা গর্নভমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস
39. শিবনাথ শাস্ত্রী কলেজ
40. সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ
41. সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন
42. সুরেন্দ্রনাথ কলেজ
44. সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ
45. সুরেন্দ্রনাথ ল কলেজ
46. উমেশচন্দ্র কলেজ
47. কলকাতা বিশ্ববিদ্যালয়
48. বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ
49. উইমেন ক্রিশ্চিয়ান কলেজ
50. সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
51. গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ
52. নেতাজিনগর কলেজ ফর উইমেন
53. ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ডারফম্যানশিপ
54. বিদ্যাসাগর কলেজ।

আরও পড়ুন : Durgapur municipal Corporation : উৎসবের আগেই দুর্গাপুরে শিশুদের মধ্যে কোভিডের থাবা, জরুরি বৈঠকে পুর কর্তৃপক্ষ

ABOUT THE AUTHOR

...view details