কলকাতা, 18 অগস্ট : প্রায় 35 বছর আগে মেট্রোর ভূগর্ভস্থ টানেল ভরাটের খেসারত দিয়ে চার কিমি রাজপথ খুঁড়ে নতুন করে তৈরি করছে কলকাতা পৌরনিগম ৷ কারণ হিসেবে পৌরনিগম জানিয়েছে, যতবারই মেট্রো টানেলের উপর দিয়ে চলা ওই রাস্তা মেরামত করা হচ্ছে ততবারই তা বেহাল হয়ে পড়ছে । তাই হাজরা থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তা খুঁড়ে নতুন করে তৈরি করা হবে ।
এ বিষয়ে পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "মেট্রোর টানেল এমন বালিমাটি দিয়ে আশির দশকে ভরাট করা হয়েছিল যে, এখন জল ঢুকলেই তা ফুলে উঠছে । কিছুদিন পরে ফের তা নিচু হয়ে যাচ্ছে । তাই রাস্তা খুঁড়ে ওই বালিমাটি তুলে ফেলে দিয়ে ফের তা নতুন করে তৈরি করা হবে ।"
প্রথম দফায় হাজরা থেকে রাসবিহারী মোড় পর্যন্ত টালিগঞ্জমুখী রাস্তা খুঁড়ে তা মাটি দিয়ে ভরাট করে নতুন রাস্তা তৈরি হবে বলে জানান তিনি । আশির দশকে দক্ষিণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে মেট্রোর টানেল নির্মাণ হয় । পৌরনিগমের ইঞ্জিনিয়াররা জানান, মেট্রো টানেল ভরাটের সময় নিয়ম বহির্ভূতভাবে বালি মাটি দিয়ে ঠিকাদাররা তড়িঘড়ি কাজ সম্পূর্ণ করেন ৷
আরও পড়ুন :Metro Rail Service : মহরমে সংযত সংখ্যা, রবিবার ডাব্লুবিসিএস পরীক্ষার দিনে চলবে মেট্রো