কলকাতা, 10 জুন:অতিরিক্ত সময়ে কাজ করেও মিলছে না 'ওভারটাইম'-এর পারিশ্রমিক ৷ দীর্ঘদিন ধরে বকেয়া মোটা অঙ্কের টাকা ৷ ফলে কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ ৷ এই ঘটনা কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ৷ এদিকে, ওভার টাইমের বকেয়া পারিশ্রমিক নিয়ে চাপে রয়েছে পৌর কর্তৃপক্ষও ৷ কারণ, বিপুল পরিমাণ এই অর্থ একসঙ্গে মেটাতে গেলে টান পড়বে পৌরনিগমের ভাঁড়ারে ৷ এমনই প্রেক্ষাপটে এবার একটি বিকল্প প্রস্তাব জমা পড়ল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে ৷ ওভার টাইমের বকেয়া পারিশ্রমিকের বদলে কর্মীদের অতিরিক্ত একমাসের বেতন মিটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাতে ৷
সূত্রের খবর, এত দিন অতিরিক্ত সময় কাজ করলে কলকাতা পৌরনিগমের কর্মীরা নির্দিষ্ট হারে ওভার টাইমের পারিশ্রমিক পেতেন ৷ এবার এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে ৷ বদলে বছরে 12 মাসের অতিরিক্ত আরও একমাস, অর্থাৎ 13 মাসের বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷
কলকাতা পৌরনিগমেরই একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আর্থিক সঙ্কটের কারণে নানা খাতে ইতিমধ্যেই অনেক টাকা বকেয়া পড়ে রয়েছে ৷ অবসরপ্রাপ্তদের জন্য পেনশন-সহ অন্যান্য সুযোগ, সুবিধা প্রদান নিয়েও দীর্ঘ দিন টালবাহানা চলছিল ৷ ঠিকাদাররাও বহু দিন ধরে তাঁদের বকেয়া টাকা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে বেশ কিছু দফতরে কর্মীদের ওভারটাইম হিসাবে বিপুল পরিমাণ টাকা দেওয়া আর সম্ভব হচ্ছে না ৷ তাই বিভিন্ন ক্ষেত্রে খরচ কমাতে কী করা যায়, তা স্থির করতে একটি কমিটি তৈরি করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই কমিটি একটি তিন পৃষ্ঠার প্রস্তাব জমা দিয়েছে ৷ সেখানেই ওভার টাইমের বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷