পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পাখির চোখ পৌরভোট, প্রকল্পের কাজ শেষ করে প্রচার পুস্তিকা তৈরির উদ্যোগ - TMC

পৌর কমিশনের তরফে বোরো চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাছে কাজের খতিয়ান চাওয়া হয়েছে ৷ পৌরনিগমের বিভাগগুলিকে কাউন্সিলরদের পারফরমেন্স রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পৌর এলাকার ওয়ার্ডগুলোতে উন্নয়নমূলক যে সব কাজ হয়েছে তা তুলে ধরা হবে পৌরভোটের নির্বাচনী প্রচার পুস্তিকায় ।

Kolkata Municipal Corporation is making publicity leaflets for municipal election
কলকাতা পৌরনিগম

By

Published : Jan 15, 2020, 11:47 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : চলতি বছরের এপ্রিল নাগাদ হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন । তার আগে গত পাঁচ বছরে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে ।

পৌর কমিশনের তরফে বোরো চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাছে কাজের খতিয়ান চাওয়া হয়েছে ৷ পৌরনিগমের বিভাগগুলিকে কাউন্সিলরদের পারফরমেন্স রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পৌর এলাকার ওয়ার্ডগুলোতে উন্নয়নমূলক যে সব কাজ হয়েছে তা তুলে ধরা হবে পৌরভোটের নির্বাচনী প্রচার পুস্তিকায় । যে সব কাজ বাকি রয়েছে তা অবিলম্বে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । পৌরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বলা হয়েছে পৌরবোর্ডের যে সব প্রকল্পের কাজ বাকি রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দিতে হবে । বোরো চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বাকি কাজগুলি শেষ করার ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নিকাশি ও সৌন্দর্যায়নের কাজ বাকি রয়েছে ৷

প্রচার পুস্তিকা তৈরির উদ্যোগ পৌরনিগমের

মার্চ মাসের শেষের দিকেই তৈরি হবে পৌরবোর্ডের প্রচার পুস্তিকা । তার আগে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করতে হবে । প্রচার পুস্তিকায় তৃণমূল বোর্ডের পাঁচ বছরের সাফল্য তুলে ধরা হবে । 141টি ওয়ার্ড থেকেই রিপোর্ট চাওয়া হয়েছে । বিরোধী কাউন্সিলররাও তাঁদের কাজের খতিয়ান জমা দেবেন ৷ মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, সব কাউন্সিলারের কাছ থেকেই রিপোর্ট নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details