কলকাতা,21 অগস্ট: মহম্মদ আলি পার্কে মণ্ডপ নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা পৌরনিগম (KMC instructed the organizers to stop construction of puja pandal immediately)। ব্রিটিশ আমলে জলাধার ভেঙে পড়ায় বন্ধ হয়েছিল মহম্মদ আলি পার্কের ভিতর দুর্গা পুজো। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ফের এবার মাঠেই মহম্মদ আলি পাল পার্কের পুজো উদ্যোক্তারা মন্ডপ নির্মাণ শুরু করেন। বিষয়টি কলকাতা পৌরনিগমের নজরে আসতেই নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ।
মহম্মদ আলি পার্কের পুজো কমিটিকে এদিন জল সরবরাহ বিভাগের ডিজির তরফে নির্দেশিকা দিয়ে মন্ডপ নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। পাশাপাশি পৌরনিগমের তরফে আবেদন করা হল গত তিন বছরের মতো এবারও বিকল্প জায়গায় পুজো করতে । তাছাড়া আরও জানানো হল কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই দায় পুজো কমিটিকেই নিতে হবে ।
এভাবেই সেজে উঠত মহম্মদ আলি পার্ক (ফাইলচিত্র) আরও পড়ুন: নিজাম প্যালেসে আনা হল অনুব্রতকে, রবিবার থেকে ফের জেরা
নির্দেশিকায় বলা হয়েছে কলকাতা পৌরনিগমের থেকে কোনও রকম অনুমতি না নিয়েই দুর্বল ও বিপজ্জনক অবস্থায় থাকা মহম্মদ আলি পার্কর বুস্টিং পাম্পিং স্টেটশনের উপর পুজো মন্ডপ নির্মাণ করার কাজ শুরু হয়েছিল। চলতি মাসের 11 তারিখ প্রথম পৌরনিগমের জল সরবরাহ বিভাগের ইঞ্জিনিয়ার ঘটনাস্থল ঘুরে দেখেন । মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে অবস্থানে মণ্ডপের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এর ঠিক 2 দিন বাদে স্থানীয় জনপ্রতিনিধি এবং পৌরনিগমের আধিকারিকরা আরও একবার পরিদর্শনে যান পার্কে । তখনও মণ্ডপ নির্মাণের কাজ বন্ধ রাখতে বলে দেওয়া হয় । কিন্তু এরপরেও মন্ডপ তৈরি কাজ বন্ধ হয়নি । এরপরই মণ্ডপ তৈরির কাজ বন্ধ রাখতে নির্দেশ জারি করে পৌরনিগম ।
অন্যদিকে ক্লাব কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ এখনও স্পষ্ট নয় । একটি সূত্রের খবর, এমতাবস্থায় তাদের কাছে কোন কোন বিকল্প খোলা আছে তা খতিয়ে দেখছেন ক্লাব কর্তারা ।