পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Metro: মেট্রোর সময়সূচিতে রদবদল, আজ কমছে ট্রেনের সংখ্যা - মেট্রোর সময়সূচিতে রদবদল

সোমবার থেকে শুক্রবারের মধ্যে 288টি করে ট্রেন চালানো হয় । কিন্তু রাখিতে ভিড় কম হতে পারে অনুমান করে 234টি মেট্রো চলবে আজ (Kolkata Metro will run 234 trains instead of 288)।

Kolkata Metro
মেট্রোর সময়সূচিতে রদবদল

By

Published : Aug 11, 2022, 6:34 AM IST

কলকাতা, ১১ অগস্ট: রাখি পূর্ণিমা উপলক্ষে আজ 234টি মেট্রো চলবে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। যে কোনও কাজের দিনে 288টি মেট্রো চালানো হয় । আজ যাত্রী সংখ্যা কম হতে পারে অনুমান করে 234টি মেট্রো চালাবে কর্তৃপক্ষ । করোনার সময় থেকেই ছুটির দিনগুলোতে যাত্রী ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কম সংখ্যক ট্রেন চলে (Metro will run 234 trains on Thursday)।

তার আগেও অবশ্য পরিস্থিতি বিচার করে ছুটির দিনে সাধারণ দিনের তুলনায় কম মেট্রো চালানো হত। জানা গিয়েছে রাখির দিন আপ ও ডাউন লাইনে 117টি করে মেট্রো চলবে । তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের ক্ষেত্রে কোন পরিবর্তন হচ্ছে না।
আরও পড়ুন: বিহারের রাজনৈতিক বদল জাতীয়ক্ষেত্রে প্রভাব ফেলবে না, মত পিকে-র
এদিন দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে। আবার দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 07:00 মিনিটে। অন্যদিকে দিনের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে রওনা দেবে রাত 9:28 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে।

ABOUT THE AUTHOR

...view details