কলকাতা, ১১ অগস্ট: রাখি পূর্ণিমা উপলক্ষে আজ 234টি মেট্রো চলবে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। যে কোনও কাজের দিনে 288টি মেট্রো চালানো হয় । আজ যাত্রী সংখ্যা কম হতে পারে অনুমান করে 234টি মেট্রো চালাবে কর্তৃপক্ষ । করোনার সময় থেকেই ছুটির দিনগুলোতে যাত্রী ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কম সংখ্যক ট্রেন চলে (Metro will run 234 trains on Thursday)।
Kolkata Metro: মেট্রোর সময়সূচিতে রদবদল, আজ কমছে ট্রেনের সংখ্যা - মেট্রোর সময়সূচিতে রদবদল
সোমবার থেকে শুক্রবারের মধ্যে 288টি করে ট্রেন চালানো হয় । কিন্তু রাখিতে ভিড় কম হতে পারে অনুমান করে 234টি মেট্রো চলবে আজ (Kolkata Metro will run 234 trains instead of 288)।
![Kolkata Metro: মেট্রোর সময়সূচিতে রদবদল, আজ কমছে ট্রেনের সংখ্যা Kolkata Metro](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16072082-thumbnail-3x2-metro.jpg)
তার আগেও অবশ্য পরিস্থিতি বিচার করে ছুটির দিনে সাধারণ দিনের তুলনায় কম মেট্রো চালানো হত। জানা গিয়েছে রাখির দিন আপ ও ডাউন লাইনে 117টি করে মেট্রো চলবে । তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের ক্ষেত্রে কোন পরিবর্তন হচ্ছে না।
আরও পড়ুন: বিহারের রাজনৈতিক বদল জাতীয়ক্ষেত্রে প্রভাব ফেলবে না, মত পিকে-র
এদিন দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে। আবার দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 07:00 মিনিটে। অন্যদিকে দিনের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে রওনা দেবে রাত 9:28 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে।