পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Metro Token System : 25 নভেম্বর থেকে মেট্রোয় আবার চালু টোকেন ব্যবস্থা

আগামী 25 নভেম্বর থেকে কলকাতা মেট্রো আবারও চালু করতে চলেছে টোকেন ব্যবস্থা (Kolkata Metro reintroduces Token System) ৷ টিকিট কাউন্টার থেকেই দেওয়া হবে টোকেন ।

Kolkata Metro
আগামী 25 নভেম্বর থেকে মেট্রোয় আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা

By

Published : Nov 22, 2021, 2:12 PM IST

Updated : Nov 22, 2021, 3:07 PM IST

কলকাতা, 22 নভেম্বর : কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর । আবার শুরু হচ্ছে টোকেন ব্যবস্থা (Kolkata Metro Token System) । আগামী 25 নভেম্বর অর্থাৎ চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই কাউন্টার থেকে দেওয়া হবে টোকেন ।

কোভিডোত্তর সময়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন ৷ ইতিমধ্যেই চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবাও ৷ আতঙ্ক কাটিয়ে প্রাথমিকভাবে কয়েকটি নির্দিষ্ট শ্রেণি নিয়ে রাজ্যে খুলেছে স্কুলও ৷ এবার মেট্রোতেও টোকেন সিস্টেম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

করোনা সংক্রমণের কারণে গত বছরের 24 মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো রেল পরিসেবা ৷ এবছর সংক্রমণ কমায় মেট্রো রেল চালু হলেও একমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোতে চড়তে পারতেন যাত্রীরা ৷ ফলে সমস্যায় পড়ছিলেন নিত্যযাত্রী ছাড়া অন্যান্যরা ৷

আরও পড়ুন:Abhishek Banerjee in Tripura : ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, আগরতলায় নেমেই বিপ্লবকে নিশানা অভিষেকের

মেট্রো স্টেশনগুলির প্রতিটি কাউন্টার থেকেই টোকেন সংগ্রহ করতে পারবেন যাত্রীরা । এছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেও মিলবে টোকেন । টোকেন চালু হলেও বহাল থাকছে স্মার্ট কার্ডও ৷ সংক্রমণ এড়াতে বেশিরভাগ যাত্রীকেই স্মার্ট কার্ড ব্যবহারের আবেদন জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ স্মার্ট কার্ড ব্যবহারকারীদের 10 শতাংশ অতিরিক্ত মূল্য দেওয়ার কথাও জানানো হয়েছে ৷ অনলাইলেও রিচার্জ করা যাবে স্মার্ট কার্ড ৷

Last Updated : Nov 22, 2021, 3:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details