পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

13 সেপ্টেম্বর থেকে চালু কলকাতা মেট্রো ? - Resuming date of Kolkata Metro

13 সেপ্টেম্বর থেকে চালু হতে পারে কলকাতা মেট্রো রেল পরিষেবা ৷

কলকাতা মেট্রো
কলকাতা মেট্রো

By

Published : Sep 4, 2020, 2:52 PM IST

Updated : Sep 4, 2020, 6:40 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : 13 সেপ্টেম্বর থেকে চালু হতে পারে কলকাতা মেট্রো রেল পরিষেবা ৷ সেদিন শুধুমাত্র JEE পরীক্ষার্থীদের জন্য পরিষেবা চালানো হবে বলে সূত্রের খবর ৷

কলকাতা মেট্রো সূত্রে খবর, বাড়তি নজরদারি রাখা হবে সামাজিক দূরত্ববিধি বজায় রাখার জন্য ৷ কলকাতা পুলিশ ও RPF সমান তালে নজরদারি চালাবে ৷ স্টেশনগুলির বাইরে দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ ৷ আর ভিতরের দায়িত্ব সামলাবে RPF ৷মেট্রোগুলিতে যাতে কোনওভাবেই অতিরিক্ত যাত্রী উঠতে না পারে, সেইদিকেও কড়া নজর রাখা হবে ৷ আগের তুলনায় মেট্রোর সংখ্যাও কমানো হবে বলে মেট্রো রেল সূত্রের খবর ৷

গতকালই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য প্রশাসন ৷ নবান্নে দু'পক্ষের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয় ৷ নবান্নের তরফে মেট্রো রেল কর্তৃপক্ষকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে ৷

আরও পড়ুন :রাজ্য- মেট্রো বৈঠকে মিলল না সমাধান সূত্র

জানা গেছে, সকাল 8 টা থেকে রাতা 8 টা পর্যন্ত মেট্রো পরিষেবা সচল করার চিন্তাভাবনা করছে কলকাতা মেট্রো ৷ তবে রবিবার করে মেট্রো বন্ধ থাকতে পারে ৷ এদিকে সংক্রমণ মোকাবিলায় যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ৷ একইসঙ্গে প্রতিটি স্টেশনে থার্মাল স্ক্যানিংয়েরও ব্যবস্থা করা হচ্ছে ৷

এছাড়া, সংক্রমণ মোকাবিলায় আরও বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা ৷ সূত্রের খবর, অনলাইন অ্যাপের মাধ্যমে স্মার্টকার্ড রিচার্জ করা হবে ৷ টোকেন ইশু করাও আপাতত বন্ধ থাকবে ৷ নতুন করে স্মার্ট কার্ডও এই মুহূর্তে দেওয়া হবে না বলে জানা গেছে ৷

আরও পড়ুন :নিউ নর্মালে যাত্রীদের স্বাগত জানাতে তৈরি কলকাতা মেট্রো

একইসঙ্গে আরোগ্য সেতু অ্যাপের ব্যবহারও বাধ্যতামূলক করা হতে পারে ৷

Last Updated : Sep 4, 2020, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details