কলকাতা, 4 সেপ্টেম্বর : 13 সেপ্টেম্বর থেকে চালু হতে পারে কলকাতা মেট্রো রেল পরিষেবা ৷ সেদিন শুধুমাত্র JEE পরীক্ষার্থীদের জন্য পরিষেবা চালানো হবে বলে সূত্রের খবর ৷
কলকাতা মেট্রো সূত্রে খবর, বাড়তি নজরদারি রাখা হবে সামাজিক দূরত্ববিধি বজায় রাখার জন্য ৷ কলকাতা পুলিশ ও RPF সমান তালে নজরদারি চালাবে ৷ স্টেশনগুলির বাইরে দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ ৷ আর ভিতরের দায়িত্ব সামলাবে RPF ৷মেট্রোগুলিতে যাতে কোনওভাবেই অতিরিক্ত যাত্রী উঠতে না পারে, সেইদিকেও কড়া নজর রাখা হবে ৷ আগের তুলনায় মেট্রোর সংখ্যাও কমানো হবে বলে মেট্রো রেল সূত্রের খবর ৷
গতকালই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য প্রশাসন ৷ নবান্নে দু'পক্ষের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয় ৷ নবান্নের তরফে মেট্রো রেল কর্তৃপক্ষকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে ৷
আরও পড়ুন :রাজ্য- মেট্রো বৈঠকে মিলল না সমাধান সূত্র